জিম্বাবোয়ের বিরুদ্ধে মাত্র ১৩০ রানের টার্গেট তাড়া করতে ব্যর্থ হয়েছে পাকিস্তান। এই হারের জন্য কোনও রাখঢাক না রেখে দলের ব্যাটারদের কাঠগড়ায় দাঁড় করালেন বাবর আজম। দলের ব্যাটিং হতাশাজনক এবং তা একেবারেই ভালো হয়নি জানিয়েছেন পাক অধিনায়ক। এছাড়াও বাবর আজম বলেন, শাদাব খান ও শান মাসুদের জুটি আশা জাগিয়েছিল কিন্তু সেই পার্টনারশিপ ভাঙার পর লাগাতার উইকেট পড়তে থাকে। শেষের দিকে লড়াই করলেও শেষ রক্ষা হয়নি।
advertisement
এই হার নিয়ে দলের সকলের সঙ্গে আলোচনায় বসার কথাও জানিয়েছেন বাবর আজম। একইসঙ্গে তার দল এই হার থেকে শিক্ষা নেবে ও ঘুড়ে দাঁড়াবে বলেও জানিয়েছেন পাক অধিনায়ক। পরের ম্যাচে দাপটের সঙ্গে ফিরে আসার কথাও বলেছেন বাবর আজম। যদিও জিম্বাবোয়ের বিরুদ্ধে হারের পর ফের তোপ দাগতে শুরু করেছেন প্রাক্তন পাকিস্তান ক্রিকেটাররা।
আরও পড়ুনঃ বাতিল হয়েছিলেন পাকিস্তান বিমান বাহিনীতে, বিশ্বকাপে নিজের দেশকে হারিয়ে প্রতিশোধ রাজার
প্রসঙ্গত, ম্যাচে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় জিম্বাবোয়ে। প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩০ রান করে জিম্বাবোয়ে। সর্বোচ্চ ৩১ রান করেন সিন উইলিয়ামস। পাকিস্তানের হয়ে ৪টি উইকেট নেন মহম্মদ ওয়াসিম ও ৩টি উইকেট নেন শাদাব খান। একটি উইকেট হ্যারিস রউফের। রান তাড়া করতে নেমে ২০ ওভারে ৮ উইকেটে ১২৯ রান করে পাকিস্তান। সর্বোচ্চ ৪৪ রান করেন শান মাসুদ। এছাড়া মহম্মদ নওয়াজ ২২ ও শাদাব খান ১৭ রান করেন। জিম্বাবোয়ের হয়ে সর্বোচ্চ ৩টি উইকেট নেন সিকন্দর রাজা। ১ রানে ঐতিহাসিক জয় পায় জিম্বাবোয়ে।