গত ৯ ডিসেম্বর করাচি পৌঁছনোর পর থেকেই একের পর এক ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটার এবং সাপোর্ট স্টাফ কোভিডে আক্রান্ত হয়েছিলেন ৷ আগামিকাল, শনিবার থেকে ওয়ান ডে সিরিজ শুরু হওয়ার কথা থাকলেও শেষপর্যন্ত তা আর হচ্ছে না ৷ জানা গিয়েছে, আগামী বছর জুনে এই সিরিজ খেলা হবে ৷
advertisement
পাকিস্তানে পৌঁছনোর পর থেকেই ক্যারিবিয়ান শিবিরের একসঙ্গে এতজন করোনায় আক্রান্ত হওয়ায় স্বভাবতই আতঙ্ক বেড়েছিল ৷ এই পরিস্থিতিতে কীভাবে সিরিজ হবে, তা নিয়েও উঠেছিল প্রশ্ন ৷ শেষপর্যন্ত আর কোনও ঝুঁকি না নিয়ে সিরিজ পিছিয়ে দেওয়ারই সিদ্ধান্ত নেওয়া হয় ৷ টি২০ সিরিজ কোনও মতে শেষ করা গেলেও ওয়ান ডে সিরিজ শুরু করা আর সম্ভব হয়নি ৷
আরও পড়ুন-হকির ময়দানে শুক্রবার ঢাকায় মুখোমুখি চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান
ইংল্যান্ড এবং নিউজিল্যান্ডের ক্রিকেটাররা পাকিস্তানে খেলতে যাওয়ার ব্যাপারে মানা করে দিলেও রাজি হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ ৷ কিন্তু সেই সিরিজও আর হচ্ছে না ৷ এবার অবশ্য কারণ ক্রিকেটারদের নিরাপত্তা নয়, করোনাভাইরাস ৷ বিশ্বজুড়ে এখন ওমিক্রন আতঙ্কও চলছে ৷ তাই এই পরিস্থিতিতে কোনওরকম ঝুঁকি নিতে চায়নি পাকিস্তান এবং ক্যারিবিয়ান ক্রিকেট বোর্ড ৷