হাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী রবিবার মেলবোর্নে একশো শতাংশ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আর রিজার্ভ ডে সোমবারে বৃষ্টির পূর্বভাস রয়েছে ৯৫ শতাংশ। তাই বৃষ্টির কারণে ম্যাচ শুরু করতে দেরি হতে পারে। তাই শুধুমাত্র ফাইনালের জন্য খেলার সময় বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। আগে একটি টি-টোয়েন্টি ম্যাচ শেষ করার জন্য মোট ৫ ঘণ্টা ১০ মিনিট সময় থাকত। সোমবার অতিরিক্ত ২ ঘণ্টা সময় রাখা হয়েছে। অর্থাৎ, ৭ ঘণ্টা ১০ মিনিট সময় থাকবে খেলা শেষ করার। এছাড়া আইসিসি আগেই জানিয়ে দিয়েছিল ফাইনাল ম্যাচের ফলাফলের জন্য ১০ ওভার করে খেলা হতে হবে। এমন সময় যেই নিয়ম ৫ ওভারের থাকে।
advertisement
আরও পড়ুনঃ টি-২০ বিশ্বকাপে লজ্জার হারের 'ময়নাতদন্ত', রোহিত-কোহলি-দ্রাবিড়কে তলব বোর্ডের
প্রসঙ্গত, রবিবার ও সোমবার ৮ থেকে ২০ মিলিমিটার এবং ৫ থেকে ১০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। জলমগ্ন হওয়ার আশঙ্কা রয়েছে শহরের একাধিক জায়গা। সঙ্গে চলবে ঝোড়ো হাওয়া। ফলে হাওয়া অফিসের রিপোর্ট মাথায় চিন্তার ভাঁজ পড়েছে পাকিস্তান ও ইংল্যান্ড দলের। আইসিসির নিয়ম অনুযায়ী রবি ও সোম দুদিনেও খেলা করা সম্ভব না হলে দুই দলকেই যুগ্ম বিজয়ী ঘোষণা করা হবে।