টান টান উত্তেজনার ম্যাচে পাক বাহিনীর দুরন্ত বিজয়ে খানিক চোনা ফেলে দিল ভুল আম্পায়রিংয়ের তথ্য ৷ ম্যাচের চুল চেরা বিশ্লেষণে ক্রিকেট বিশেষজ্ঞ থেক ভক্ত অনেকেরই দাবি, আম্পায়রের সিদ্ধান্ত বদলে দিয়েছে পাকিস্তানের ভাগ্য ৷ রোমহর্ষক উত্তেজনার ম্যাচে উইকেটের সামনে রশিদ খানের বলে উইকেটের সামনে ইমাদের পা থাকলেও আউট দেননি আম্পায়র ৷ এই সিদ্ধান্তই বদলে দিয়েছে ম্যাচের ভাগ্য ৷
advertisement
কারণ, এক সময় আস্কিং রেট ১০ এর কাছাকাছি পৌঁছে গিয়েছিল ৷ সেসমসয় নইবে ওভারেই ব্যাটে ঝড় তোলেন ইমাদ ওয়াসিম ৷ এক ওভারে ওঠে ১৮ রান ৷ ইমাদের জন্য রশিদের আপিলে আম্পায়র আঙুল তুললে লিবসে ৪৯ রানের অপরাজিত ইনিংসটা খেলা হত না ইমাদ ওয়াসিমের ৷ ফলে পাকিস্তানের ভাগ্যেও কার্যত বিশ্বকাপ মঞ্চ থেকে বিদায় বার্তা লেখা হয়ে যেত ৷ কিন্তু ওই যে নইবের ওই একটি ওভারের বোলিং ও আম্পায়রের সিদ্ধান্তে জীবন ফিরে পাওয়া ওয়াসিম আফগানদের হাত থেকে ছিনিয়ে নিল জয় ৷