TRENDING:

CWC 2019: পাক-আফগান ম্যাচে আম্পায়ারিং নিয়ে প্রশ্ন, ঠিক সিদ্ধান্ত নেওয়া হলে ফল হত অন্য

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#হেডিংলে: আফগান বোলারদের দাপট রুখে মরণবাঁচন ম্যাচে জয় ছিনিয়ে নিল পাকিস্তান ৷ একইসঙ্গে আটকে দিল বিশ্বকাপের মঞ্চ থেকে বিদায় ৷ বিশ্বকাপ সেমিফাইনাল নিশ্চিত করতে এখনও আশা বেঁচে রইল সরফরাজ বাহিনীর কাছে ৷ ম্যাচের মোড় ঘুরিয়ে দেয় ইমাদ ওয়াসিমের ৪৯ রানের দুরন্ত ইনিংস ৷ আর এই ম্যাচেই উঠল আম্পায়ারিং নিয়ে প্রশ্ন ৷ দাবি, ভুল আম্পায়ারিংয়ের খেসারত দিল আফগানিস্তান ৷
advertisement

টান টান উত্তেজনার ম্যাচে পাক বাহিনীর দুরন্ত বিজয়ে খানিক চোনা ফেলে দিল ভুল আম্পায়রিংয়ের তথ্য ৷ ম্যাচের চুল চেরা বিশ্লেষণে ক্রিকেট বিশেষজ্ঞ থেক ভক্ত অনেকেরই দাবি, আম্পায়রের সিদ্ধান্ত বদলে দিয়েছে পাকিস্তানের ভাগ্য ৷ রোমহর্ষক উত্তেজনার ম্যাচে উইকেটের সামনে রশিদ খানের বলে উইকেটের সামনে ইমাদের পা থাকলেও আউট দেননি আম্পায়র ৷ এই সিদ্ধান্তই বদলে দিয়েছে ম্যাচের ভাগ্য ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
চা বিক্রির টাকায় তিন বছরে ৬৯ হাজার কয়েন! মেয়ের জন্য স্কুটি কিনে চমকে দিলেন বাবা
আরও দেখুন

কারণ, এক সময় আস্কিং রেট ১০ এর কাছাকাছি পৌঁছে গিয়েছিল ৷ সেসমসয় নইবে ওভারেই ব্যাটে ঝড় তোলেন ইমাদ ওয়াসিম ৷ এক ওভারে ওঠে ১৮ রান ৷ ইমাদের জন্য রশিদের আপিলে আম্পায়র আঙুল তুললে লিবসে ৪৯ রানের অপরাজিত ইনিংসটা খেলা হত না ইমাদ ওয়াসিমের ৷ ফলে পাকিস্তানের ভাগ্যেও কার্যত বিশ্বকাপ মঞ্চ থেকে বিদায় বার্তা লেখা হয়ে যেত ৷ কিন্তু ওই যে নইবের ওই একটি ওভারের বোলিং ও আম্পায়রের সিদ্ধান্তে জীবন ফিরে পাওয়া ওয়াসিম আফগানদের হাত থেকে ছিনিয়ে নিল জয় ৷

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
CWC 2019: পাক-আফগান ম্যাচে আম্পায়ারিং নিয়ে প্রশ্ন, ঠিক সিদ্ধান্ত নেওয়া হলে ফল হত অন্য