বাংলাদেশের বিপক্ষে ‘ডু অর ডাই’ ম্যাচে পাকিস্তানের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করেন বাঁ-হাতি পেসার শাহিন শাহ আফ্রিদি। তিনি ৪ ওভারে মাত্র ১৭ রানে ৩টি গুরুত্বপূর্ণ উইকেট নেন। বল হাতে দ্যুতি ছড়ানোর আগে ব্যাট হাতেও ১৩ বলে ১৯ রান করে দলের স্কোরে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। ম্যাচসেরা নির্বাচিত হয়ে তিনি বলেন, “আমরা প্রস্তুত আছি”, যা ভারতের প্রতি এক প্রকার হুঁশিয়ারি।
advertisement
পাকিস্তানের অধিনায়ক সলমান আলি আগা আত্মবিশ্বাসী কণ্ঠে জানান, “আমরা এমন একটি দল, যারা যেকোনো দলকে হারাতে পারে। রবিবার আমরা ফিরব এবং চেষ্টা করব ভারতের বিপক্ষে জয় পাওয়ার।” পাকিস্তান ২০০০ এবং ২০১২ সালে দুটি শিরোপা জিতলেও ভারতের রয়েছে ৮টি শিরোপা, যা এশিয়া কাপে সর্বোচ্চ।
এশিয়া কাপ ২০২৫-এ ভারত ও পাকিস্তান এর আগেই দুইবার মুখোমুখি হয়েছে এবং উভয় ম্যাচেই জয়ী হয়েছে ভারত। ১৪ সেপ্টেম্বর গ্রুপ পর্বে ভারত ৭ উইকেটে জয় পায়, এবং ২১ সেপ্টেম্বর সুপার ফোরে ভারত ৬ উইকেটে পাকিস্তানকে হারায়। ফলে এবার ভারত চাইছে পাকিস্তানের বিপক্ষে জয়-হ্যাটট্রিক সম্পূর্ণ করে ৯ম শিরোপা ঘরে তুলতে।
আরও পড়ুনঃ IND vs PAK: ফাইনালের আগে ভারতকে চ্যালেঞ্জ পাকিস্তান অধিনায়কের! বলে দিলেন বড় কথা
রবিবারের ফাইনাল শুধুমাত্র একটি ম্যাচ নয়, এটি দুই প্রতিবেশী দেশের গর্ব, ঐতিহ্য এবং শ্রেষ্ঠত্বের লড়াই। সমগ্র ক্রিকেটবিশ্বের চোখ এখন দুবাইয়ে, যেখানে প্রথমবারের মতো এশিয়া কাপের মঞ্চে হবে ভারত-পাকিস্তান ফাইনাল—এক উত্তেজনাপূর্ণ মহারণ।