TRENDING:

Haris Rauf on MS Dhoni : মহেন্দ্র সিং ধোনির প্রশংসায় পঞ্চমুখ তরুণ পাক পেসার ! পেলেন উপহার

Last Updated:

Haris Rauf over the moon after receiving CSK jersey signed by MS Dhoni. ধোনির সই করা জার্সি পেয়ে উচ্ছ্বসিত রউফ, রউফ সে কথা জানিয়ে লিখেছেন, কিংবদন্তি ক্যাপ্টেন কুল মহম্মদ সিং ধোনির পাঠানো এই উপহার পেয়ে আমি সম্মানিত।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মহেন্দ্র সিং ধোনির বড় ভক্ত পাক তারকা রউফ
মহেন্দ্র সিং ধোনির বড় ভক্ত পাক তারকা রউফ
advertisement

আরও পড়ুন - Shakib Al Hasan on NZ vs BAN : কিউইদের বিরুদ্ধে ইবাদত, তাসকিনদের পেস দাপটের ওপর ভরসা রাখতে রাজি সাকিব

অতীতে পাকিস্তানের জেনারেল পারভেজ মোশারফ পর্যন্ত প্রশংসা করেছিলেন ভারতের উইকেট রক্ষক ব্যাটসম্যানের। সীমান্তের ওপারে ধোনির ভক্ত নেহাত কম নয়। এবার সেই ভক্তের তালিকায় যোগ হলেন পাক দলের বর্তমান পেসার হ্যারিস রউফ। টি টোয়েন্টি বিশ্বকাপে শাহিন আফ্রিদির সঙ্গে রউফ দুরন্ত বল করেছিলেন। ঘণ্টায় প্রায় ১৪৫ কিলোমিটার গতিতে বল করে নজর টানেন তিনি।

advertisement

আরও পড়ুন - SC East Bengal Renedy Singh : ইস্টবেঙ্গলকে কোন মন্ত্রে বদলে দিয়েছেন রেনেডি সিং ? যা বললেন লাল-হলুদ কোচ

ভারত ও পাকিস্তানের মধ্যে সম্পর্ক যে জায়গায় দাঁড়িয়ে তাতে দ্বিপাক্ষিক সিরিজ আয়োজন দুই দেশের কোথাও সম্ভব নয়। আইসিসি ইভেন্টে ভারতে পাকিস্তান খেলতে আসবে কিনা, কিংবা ভারত এশিয়া কাপ খেলতে পাকিস্তানে যাবে কিনা সেটা নিয়েও এখনও কোনও স্পষ্ট ইঙ্গিত নেই। গোটাটাই নির্ভর করবে সরকারের সিদ্ধান্তের উপর। কিন্তু ক্রিকেট মাঠের লড়াইেয়র বাইরে ক্রিকেটকে কেন্দ্র করেই সৌজন্যের ছবি ফের সামনে এল।

advertisement

হ্যারিস রউফ গতকাল টুইটে চেন্নাই সুপার কিংসের জার্সির ছবি পোস্ট করেন। উল্লেখ্য, পাকিস্তানের ক্রিকেটাররা এখন আইপিএলে খেলতে পারেন না। ধোনি সই করে সিএসকে জার্সি পাঠিয়েছেন রউফের কাছে। রউফ সে কথা জানিয়ে লিখেছেন, কিংবদন্তি ক্যাপ্টেন কুল মহম্মদ সিং ধোনির পাঠানো এই উপহার পেয়ে আমি সম্মানিত। তাঁর মহানুবতা ও সৌজন্যের মাধ্যমে ৭ (ধোনির জার্সির নম্বর) এখনও হৃদয় জয় করে চলেছে।

advertisement

ধোনিকে ধন্যবাদ জানানোর পাশাপাশি চেন্নাই সুপার কিংসের টিম ম্যানেজার রাসেল রাধাকৃষ্ণনকেও ধন্যবাদ জানান রউফ। রাসেল তাঁর প্রত্যুত্তরে লিখেছেন, আমাদের ক্যাপ্টেন ধোনি যে কথা দেন, সেটা রক্ষাও করেন। এই উপহার আপনার পছন্দ হয়েছে জেনে ভাল লেগেছে, চ্যাম্প! রউফ পাকিস্তানের হয়ে ৩৪টি টি ২০ আন্তর্জাতিক ম্যাচ খেলে ৪১টি উইকেট নিয়েছেন। ৮টি একদিনের আন্তর্জাতিকে তাঁর উইকেট-সংখ্যা ১৪।

advertisement

টি টোয়েন্টি বিশ্বকাপ চলাকালীন পাকিস্তানের রিজার্ভ পেসার শাহনাওয়াজ দাহানি ধোনির সঙ্গে ছবি পোস্ট করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। তার স্বপ্নের ক্রিকেটারের সঙ্গে দেখা করে কতটা খুশি জানিয়েছিলেন শাহনেওয়াজ। মজা করে বলেছিলেন আপনি ধোনি, আমি দাহানি।

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

এছাড়া শোয়েব আখতার থেকে শুরু করে ওয়াসিম আক্রম পর্যন্ত ধোনির প্রশংসা করেছেন একাধিকবার। ভারতের এমন সাহসী উইকেটরক্ষক ব্যাটসম্যান এবং বিচক্ষণ অধিনায়ক চিরপ্রতিদ্বন্দ্বী দেশের কাছে সমান জনপ্রিয় আজও।

বাংলা খবর/ খবর/খেলা/
Haris Rauf on MS Dhoni : মহেন্দ্র সিং ধোনির প্রশংসায় পঞ্চমুখ তরুণ পাক পেসার ! পেলেন উপহার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল