আরও পড়ুন - লজ্জার চূড়ান্ত নিদর্শন! ফুটবলে জাতীয় চ্যাম্পিয়ন বাংলা দলকে ফিরতে হল ট্রেনে
ধারাবাহিকতার বিচারে ভারতের তো বটেই, এই মুহূর্তে দুনিয়ার অন্যতম সেরা তিনি। পেস হোক বা স্পিন, সূর্য কুমার সব ক্ষেত্রেই দক্ষ। টি-টোয়েন্টিতে আইসিসি বিশ্ব র্যাঙ্কিংয়ের শীর্ষস্থানের জন্য ত্রিমুখী লড়াই চলছে। পাকিস্তানের অধিনায়ক বাবর আজম দীর্ঘ দিন ধরে শীর্ষস্থান দখল করে রেখেছিলেন।
advertisement
আর ১০০ দিনের বেশি সময় ধরেই এই জায়গার মালিক হয়েছিলেন পাক অধিনায়ক। এখন তাঁর সতীর্থ এবং ওপেনিং পার্টনার মহম্মদ রিজওয়ান সেই সিংহাসনে বিরাজ করছেন। তবে পাকিস্তানের দুই তারকা ব্যাটারকে কিন্তু রীতিমতো চাপে রেখেছেন সূর্যকুমার যাদব। বাবর জানিয়েছেন সূর্য কুমার অবশ্যই বড় ব্যাট। ফর্মে আছেন। কিন্তু তিনি ছাড়াও ভারতের বিরাট, রোহিত এবং হার্দিক পান্ডিয়া নিজেদের দিনে ম্যাচের রং বদলে দিতে পারেন।
তাই শুধুমাত্র সূর্য কুমারকে নিয়ে চিন্তিত নয় পাকিস্তান। পুরো ভারতীয় ব্যাটিং ইউনিটের বিরুদ্ধে প্ল্যান রয়েছে তাদের। ক্রাইস্টচার্চে চলতি ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের দুরন্ত জয়ের পর সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময়ে বাবরের থেকে টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে এক নম্বর স্থানের লড়াই নিয়ে মতামত জানতে চাওয়া হয়েছিল।
বাবর স্বীকার করেছেন যে, ব্যক্তিগত স্তরে একজন ক্রিকেটারের জন্য র্যাঙ্কিং বড় উৎসাহের কাজ করে। এবং শীর্ষস্থানটি বেশির ভাগ ব্যাটারদের জন্য প্রায় স্বপ্নের মতো। তবে দলের জন্য ম্যাচ জেতার দিকে ফোকাস থাকে। গত সপ্তাহে নিউজিল্যান্ডের বিপক্ষে হাফ সেঞ্চুরি করার পর রিজওয়ানকেও একই প্রশ্ন করা হয়েছিল।
তিনি বলেছিলেন, সূর্যকুমার যাদব খুব ভালো প্লেয়ার। যে ভাবে ও খেলে, আমার সেটা খুবই পছন্দ। তবে বিষয়টা হল মিডল অর্ডার আর ওপেনিং এক নয়। কোনও দিন এক নম্বর হওয়ার জন্য খেলিনি। দলের যা প্রত্যশা সেটাই পূর্ণ করতে চাই।
এক নম্বর বা ম্যাচের সেরা হওয়া নিয়ে বিতর্ক তৈরি হয়। কিন্তু আমি এসব নিয়ে ভাবিই না। সূর্য কুমার নিজেও খুব একটা কথা বলতে রাজি নন নিজের দুরন্ত ছন্দ নিয়ে। বরং মুখে কম, ব্যাটে বেশি কথা বলতে চান তিনি।