চলতি বছর একদিনের বিশ্বকাপে ভারতে-পাকিস্তান ম্যাচ ঘিরে অনিশ্চয়তা তৈরি হল। এশিয়া কাপ খেলতে পাকিস্তানে যাবে না ভারতীয় ক্রিকেট দল। এই বার্তা ঘোষণা হওয়ার পর থেকেই এবারের এশিয়া কাপের আয়োজক পাকিস্তানও বিভিন্ন রকম পাল্টা হুঁশিয়ারি দেওয়া শুরু করেছিল। এবার এক দিনের বিশ্বকাপ খেলতে ভারতে দল না পাঠানোর সিদ্ধান্ত নিতে চলেছে পাকিস্তান। পিসিবি সূত্রে এমনটাই খবর।
advertisement
আরও পড়ুন- এপ্রিলেই রাশি পরিবর্তন করতে চলেছেন সূর্য, এই চার রাশির জীবনে শুরু হবে ধনসম্পদের বর্ষণ!
প্রথমবার এককভাবে ৫০ ওভারের বিশ্বকাপ আয়োজন করছে ভারত। সম্ভাব্য তারিখ হিসেবে ৫ অক্টোবর, ২০২৩ থেকে বিশ্বকাপ শুরু হওয়ার কথাও ঘোষণা করা হয়েছে। অক্টোবর এবং নভেম্বর মাসের মাঝামাঝি জুড়ে চলবে ক্রিকেট বিশ্বকাপ। তবে সেই ক্রিকেট বিশ্বকাপে ভারতে খেলতে না আসার পক্ষে সওয়াল পাকিস্তান ক্রিকেট বোর্ডের। ভারত যেমন এশিয়া কাপ পাকিস্তানে হলে নিজেদের সব ম্যাচ অন্য দেশে খেলতে চায়, ঠিক তেমনি একদিনের বিশ্বকাপে পাকিস্তানও ভারতের মাটিতে নয়, কোনও নিরপেক্ষ দেশে খেলতে চায়। ফলে কয়েক মাস পর বিশ্বকাপ খেলতে ভারতে নাও আসতে পারেন বাবররা।
আরও পড়ুন- স্ত্রীর আবদারে কলকাতার রাস্তায় দাঁড়িয়ে ফুচকা খেলেন ভারত অধিনায়ক
পিসিবির দাবি, ভারতের বদলে বিশ্বকাপে পাকিস্তানের ম্যাচগুলি বাংলাদেশের মাটিতে আয়োজন করা হোক। এমনকী, ভারত পাকিস্তান ম্যাচও বাংলাদেশের মাটিতেই আয়োজিত হোক। সূত্রের খবর, আইসিসির বৈঠকে এমন প্রস্তাবই দিতে পারে পাক ক্রিকেট বোর্ড। তবে বিষয়টি এখনও চূড়ান্ত নয়। সূত্রের খবর, পাক বোর্ডের এমন মনোভাবের মূলে রয়েছে আরও গভীর কারণ। ২০২৫ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তানে অনুষ্ঠিত হওয়ার কথা। এই পরিস্থিতিতে ভারত যদি এশিয়া কাপের ম্যাচ অন্য দেশে খেলার ছাড়পত্র পায় তাহলে ২০২৫ সালেও একই কারণ দেখিয়ে পাকিস্তানের মাটিতে খেলতে অস্বীকার করতে পারে তারা। ফলে পাল্টা চাপের রাস্তায় হাঁটছে পিসিবি।