এর ফলে রিভার্স সুইং নয়, কিন্তু বলটা ব্যাটসম্যানের কাছে থেমে আসছিল। এটাতেই আউট হয়েছেন বিরাট কোহলি, চেতেশ্বর পূজারা। এমনকি ব্যাটসম্যানদের স্বাভাবিক স্ট্রোক খেলার সময় এই বল সমস্যা তৈরি করেছিল। বাসিত ভেবে অবাক হয়েছেন এখন নামিদামি ধারাভাষ্যকার থেকে শুরু করে প্রাক্তন ক্রিকেটাররা কেউ বুঝতে পারেননি অস্ট্রেলিয়ার এই চাল।
সবাই খেলার বর্ণনা নিয়ে ব্যস্ত ছিলেন। কিন্তু অস্ট্রেলিয়ার বোলাররা আসল খেলাটা কোথায় খেলেছেন সেটা কেউ ধরতে পারেননি। বাসিত মনে করেন একসময় পৃথিবীকে রিভার্স সুইং শিখিয়েছিল পাকিস্তান। তাই তাদের ব্যাটসম্যান অথবা বোলার এই জিনিস সহজেই ধরতে পারেন।
তবে বাসিতের অভিযোগ সত্য কিনা সেটা প্রমাণিত হয়নি। ভারতীয় দল এই নিয়ে কোনও অভিযোগ করেনি। বাসিত মনে করিয়ে দিয়েছেন আম্পেয়ার এবং ম্যাচ রেফারি পর্যন্ত বোকা হয়ে গিয়েছেন অস্ট্রেলিয়ান বোলারদের চালাকির কাছে।
