বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করার পরও পিসিবি স্পষ্ট করে জানায়নি তারা আদৌ টুর্নামেন্টে অংশ নেবে কি না। ভারত-পাকিস্তান ম্যাচ বয়কট বা পুরো বিশ্বকাপ থেকেই সরে দাঁড়ানোর সম্ভাবনা নিয়ে গণমাধ্যমে নানা জল্পনা ছড়ায়। তবে পিটিআই-এর এক প্রতিবেদনে জানানো হয়েছে, পিসিবি ইতিমধ্যেই দলের ভ্রমণসূচি চূড়ান্ত করেছে এবং ২ ফেব্রুয়ারির ভোরে দল কলম্বোর উদ্দেশে রওনা দেবে।
advertisement
পাকিস্তান ক্রিকেট বোর্ড বাংলাদেশের নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগকে সমর্থন করলেও, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের সঙ্গে সম্পর্ক নষ্ট হতে পারে—এই আশঙ্কায় তারা কোনো কঠোর সিদ্ধান্ত নেয়নি। আইসিসির নিয়ম এবং আন্তর্জাতিক কূটনৈতিক ভারসাম্য বজায় রাখাও পিসিবির জন্য গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়ায়। ফলে বাংলাদেশকে সমর্থন জানানো হলেও, বিশ্বকাপ থেকে সরে দাঁড়ানোর পথে যায়নি পাকিস্তান।
এদিকে বিসিসিআই, পিসিবি ও আইসিসির মধ্যে হওয়া একটি ত্রিপক্ষীয় চুক্তি অনুযায়ী, ২০২৭ সাল পর্যন্ত আইসিসি ইভেন্টে ভারত-পাকিস্তান ম্যাচগুলি নিরপেক্ষ ভেন্যুতে অনুষ্ঠিত হবে। সেই কারণে পাকিস্তানের পুরো বিশ্বকাপ সূচিই শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে। এমনকি দল ফাইনালে উঠলেও সেই ম্যাচও হবে শ্রীলঙ্কায়। এতে নিরাপত্তা নিয়ে বড় কোনো প্রশ্ন থাকছে না।
আরও পড়ুনঃ কে তৈরি করেছে টি-২০ বিশ্বকাপ ট্রফি? কোন কোন ধাতু দিয়ে তৈর? দাম জানলে অবাক হবেন
পিসিবির এক অভ্যন্তরীণ সূত্র জানিয়েছে, বোর্ড চেয়ারম্যান মহসিন নকভি প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে আলোচনায় স্পষ্ট করেছেন যে, যে কোনো সিদ্ধান্ত নিতে হবে পাকিস্তান ক্রিকেটের ভবিষ্যৎ ও আন্তর্জাতিক সম্পর্কের কথা মাথায় রেখে। সব দিক বিবেচনা করে পাকিস্তান দল বিশ্বকাপে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এবং শিগগিরই বোর্ড আনুষ্ঠানিক ঘোষণা দেবে।
