ফলে ক্রিকেটারদের চুক্তির ভবিষ্যৎ ঝুলে রয়েছে। নাজাম শেঠি যখন পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান ছিলেন তখন বাবর আজমরা তাদের বেতনে ৪৫ শতাংশ বৃদ্ধি চেয়েছিলেন। তবে বর্তমান প্রধান জাকা আশরাফের কাছে বেতন কাঠামোর পরিবর্তন সহ আরো সুযোগ সুবিধার দাবি জানিয়েছেন। বাবর আজমরা যে দাবিগুলি করছেন তার মধ্যে আছে অন্যান্য ক্রিকেট বোর্ডের সমতুল্য বেতন।
advertisement
ক্রিকেটারদের পরিবারদের জন্য স্বাস্থ্যবীমা, শিক্ষা নীতি, স্পন্সরদের ব্যাপারে তাদের জানানো, আইসিসি টুর্নামেন্ট থেকে আয়ের লভ্যাংশ তাদের দেওয়া, বিদেশি লিগে খেলার ছাড়পত্র নিয়ে স্পষ্টীকরণ। পাকিস্তানের সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী পাকিস্তানের ক্রিকেটাররা অন্যান্য বোর্ডের ক্রিকেটারদের তুলনায় কম বেতন পান। খেলোয়াড়রা চান পিসিবি নিজেরা ভেবেচিন্তে এমন এক বেতন কাঠামো তৈরি করুক , যাতে তারা দীর্ঘমেয়াদি আর্থিকভাবে লাভবান হন।
বিদেশি লিগে খেলতে গেলে বোর্ডের তরফে সংশ্লিষ্ট খেলোয়াড়ের থেকে ২৫ হাজার ডলার চাওয়া হয় যেখানে চুক্তি থেকে তারা মাত্র ৫ হাজার ডলার বেতন পান। শ্রীলঙ্কায় টেস্ট সিরিজ খেলে পাকিস্তান দল দেশে ফিরলে আবার এই বিষয়ে আলোচনা শুরু হবে। ক্রিকেটাররা আশাবাদী নবনিযুক্ত পিসিবি প্ৰধান জাকা আশরাফ তাদের দাবি গুলি গুরুত্ব দিয়ে বিচার করবেন ও এই নিয়ে ইতিবাচক উদ্যোগ নেবেন।
তবে সামনে রয়েছে এশিয়া কাপ এবং ক্রিকেট বিশ্বকাপ। বোর্ডের তরফে ক্রিকেটারদের আশ্বাস দেওয়া হয়েছে এখন মুখ না খুলতে অন্তত সংবাদ মাধ্যমের কাছে। শুধু এই দুটো টুর্নামেন্টে ফোকাস করতে। পরে পিসিবি নাকি সাধ্যমত চেষ্টা করবে মাইনে বাড়াতে।