আগামী শনিবার পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ দিয়ে এশিয়া কাপ অভিযান শুরু করছে ভারত। তাই নিয়ে উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে। অজিত আগারকারের বক্তব্য নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শাদাব জানান, ম্যাচের দিন কি হচ্ছে তার উপর সবকিছু নির্ভর করছে। আমি বলি বা আমার দলের অন্য কেউ বলুক বা তাদের দলের কেউ বলুক, যে কেউ যা খুশি বলতে পারে।
advertisement
তাতে ম্যাচের ভাগ্য নির্ধারিত হয় না। যখন ম্যাচ অনুষ্ঠিত হবে, তখনই আমরা জানতে পারব আদতে কে কাকে সামলায়। আফগানিস্তানের বিরুদ্ধে সদ্য সমাপ্ত একদিনের সিরিজ ৩-০ জয়ের পিছনে বড় ভূমিকা পালন করেন শাদাব। সিরিজ হোয়াইটওয়াশের ফলে আইসিসি একদিনের ক্রমতালিকায় শীর্ষে উঠে আসে পাকিস্তান।
শেষবার দুই চিরপ্রতিদ্বন্দী দল পরস্পর মুখোমুখি হয়েছিল গতবছর টি-২০ বিশ্বকাপে। বিরাট কোহলি একার হাতে ভারতকে জয় এনে দিয়েছিলেন। কোহলি প্রেমী তথা ভারতের ক্রিকেট দলের সমর্থকরা চাইছেন আগামী শনিবার পাল্লিকালিতে এই ঘটনার পুনরাবৃত্তি হোক। কিন্তু শাদাবের দাবি, কি হবে তা ঐ দিন মাঠেই দেখা যাবে।
আসলে বিরাট কোহলি ভারতীয় দলকে পাকিস্তানের বিরুদ্ধে বরাবর আলাদা মোটিভেশন দিয়েছেন পারফরম্যান্স দিয়ে। তার রেকর্ড সবচেয়ে উজ্জ্বল পাকিস্তানের বিপক্ষে। শাদাব মেনে নিচ্ছেন বিরাট তাদের বিরুদ্ধে সফল। কিন্তু প্রত্যেকবার বিরাট কোহলি বাজি মেরে যাবেন এমনটা হবে না। পাল্টা তাকে আউট করার ছক তৈরি থাকবে পাকিস্তানেরও।