TRENDING:

ওয়াসিম আক্রমের বড় ভবিষ্যদ্বাণী, যে দুটি দল খেলবে এবার আইপিএল ফাইনাল...

Last Updated:

Wasim Akram prediction on Ipl 2024: সাক্ষাত্কারে ওয়াসিম সরাসরি স্বীকার করেছেন যে আইপিএল ফাইনালে ওঠার প্রথম দল সম্ভবত কেকেআর হতে পারে। তিনি বলেছেন, "কেকেআর এক নম্বরে রয়েছে। আসল কারণ ওদের বোলিং। বোলাররাই ম্যাচ জেতাবে। কেকেআর-এর উইকেট নেওয়ার মতো বোলার রয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াসিম আক্রণ বড় ভবিষ্যদ্বাণী করে দিলেন। জানালেন, আইপিএল ২০২৪-এর ফাইনালিস্ট কোন দুটি দল!
advertisement

একটি সাক্ষাত্কারে ওয়াসিম আক্রণ দুটি দল সম্পর্কে বলেছেন। কলকাতা নাইট রাইডার্স, সানরাইজার্স হায়দরাবাদ, রাজস্থান রয়্যালস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর আইপিএল প্লে অফে পৌঁছেছে।

এখন এই চারটির মধ্যে যে কোনো দুটি দলই ফাইনালে উঠবে। এমন পরিস্থিতিতে ওয়াসিম আক্রম ফাইনালিস্ট ২টি দলের নাম জানিয়েছেন।

—- Polls module would be displayed here —-

advertisement

সাক্ষাত্কারে ওয়াসিম সরাসরি স্বীকার করেছেন যে আইপিএল ফাইনালে ওঠার প্রথম দল সম্ভবত কেকেআর হতে পারে। তিনি বলেছেন, “কেকেআর এক নম্বরে রয়েছে। আসল কারণ ওদের বোলিং। বোলাররাই ম্যাচ জেতাবে। কেকেআর-এর উইকেট নেওয়ার মতো বোলার রয়েছে।

আরও পড়ুন- কেকেআর-হায়দরাবাদ প্লেঅফ ম্যাচে হবে বৃষ্টি? খেলা বাতিল হলে ফাইনালে যাবে কোন দল

advertisement

বরুণ চক্রবর্তীর ১৮টি, হর্ষিত রানার ১৬টি, স্টার্কের ১২টি এবং নারিনের ১৫টি উইকেট রয়েছে। কেকেআরের হয়ে এককভাবে ম্যাচ জেতানোর ক্ষমতা রয়েছে স্টার্কের। আমি আত্মবিশ্বাসী যে কেকেআর স্বাচ্ছন্দ্যে ফাইনালে উঠবে।”

এছাড়া আক্রম বলেছেন, আরসিবি বিপজ্জনক দল। বেঙ্গালুরু ফাইনালে উঠতে পারে। ওয়াসিম বলেছেন, “ম্যাক্সওয়েল সঠিক সময়ে ফর্মে ফিরে এসেছে। ফলে আরসিবি অন্য দলের চেয়ে বেশি বিপজ্জনক হয়ে উঠেছে। আরসিবি এখন আমার নতুন ফেভারিট। আরসিবিকে ফাইনালে পৌঁছতে এখনও তিনটি ম্যাচ খেলতে হবে। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, ওরা এবার অল আউট খেলবে।

advertisement

আরও পড়ুন- KKR News: সল্টের পর কেকেআর ছাড়ছেন রাসেল সহ আরও এক তারকা? প্লেঅফের আগে বড় খবর

তিনি আরও বলেন, ম্যাক্সওয়েল বড় ম্যাচ খেলার খেলোয়াড়। সব ম্যাচ উইনাররা বড় ম্যাচে এসে দলকে জয়ী করে। আমি আশা করছি, আরসিবি ফাইনালে উঠবে।

সেরা ভিডিও

আরও দেখুন
প্রয়োজন পড়বে না পুকুর বা জলাশয়ের দুরন্ত পদ্ধতিতেই মাছের ব্যবসা করলেই আয় হবে লক্ষাধিক
আরও দেখুন

আরসিবি প্রথম ৭টি ম্যাচে মাত্র একটি জিতেছিল। কিন্তু এর পর টানা ৬টি ম্যাচ জিতে ফাফ ডু প্লেসিসের বেঙ্গালুরু প্রত্যাবর্তন করে। তারা প্লে অফে জায়গা করে নেয়। ফলে রাজস্থান ও বেঙ্গালুরুর মধ্যে এলিমিনেটর ম্যাচটি খুবই আকর্ষণীয় হবে বলে মনে করা হচ্ছে।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
ওয়াসিম আক্রমের বড় ভবিষ্যদ্বাণী, যে দুটি দল খেলবে এবার আইপিএল ফাইনাল...
Open in App
হোম
খবর
ফটো
লোকাল