পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছে। সেই ভিডিওতে পাকিস্তান ক্রিকেট দলের পেসার শাহিন শাহ আফ্রিদিকে সম্প্রতি বাবা হওয়া জসপ্রিত বুমরাহকে উপহার দিতে দেখা যাচ্ছে।
আরও পড়ুন- ইতিহাসের পাতায় রোহিত-শুভমানের ওপেনিং জুটি,পাকিস্তানকে ‘পিটিয়ে’ গড়লেন অনন্য নজির
পাকিস্তান ক্রিকেট বোর্ডের শেয়ার করা এই ভিডিওতে শাহিন আফ্রিদিকে দেখা যাচ্ছে জসপ্রিত বুমরাহকে অভিনন্দন জানাচ্ছেন। আসলে বুমরাহর সন্তানের জন্য একটি উপহার দিয়েছেন পাক পেসার।
advertisement
ধন্যবাদ জানিয়ে জবাব দেন ভারতীয় ফাস্ট বোলারও। ভারত বনাম পাকিস্তান সুপার ফোরের ম্যাচটি বৃষ্টির কারণে রিজার্ভ ডে-তে হবে। বিরতির সময় আফ্রিদি দেখা করেন বুমরাহর সঙ্গে।
“সুখ ভাগ করে নেওয়া,” PCB ভিডিওটির ক্যাপশন দিয়েছে এমনই। সম্প্রতি বাবা হওয়া জসপ্রিত বুমরাহকে অভিনন্দন জানিয়েছেন শাহিন আফ্রিদি।
২৯ বছর বয়সী বুমরাহ তাঁর সন্তানের জন্মের জন্য গত রবিবার শ্রীলঙ্কায় ভারতীয় শিবির ছেড়েছিলেন। নেপালের বিরুদ্ধে গত সোমবারের ম্যাচে ভারতীয় একাদশে ছিলেন না তিনি। জসপ্রিত বুমরাহ নিজেই বাবা হওয়ার খবর সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন।
আরও পড়ুন- রিজার্ভ ডে-তে খেলা গড়ালে কী নিয়ম, সোমবারেও আবহাওয়ার তুলকালামের ইঙ্গিত, দেখুন
বুমরাহ লিখেছিলেন, ‘আমাদের ছোট্ট পরিবার বড় হয়েছে এবং আমাদের হৃদয় পরিপূর্ণ হয়েছে। আজ সকালে আমরা আমাদের ছেলে অঙ্গদ জাসপ্রিত বুমরাহকে স্বাগত জানালাম। আমাদের জীবনের এটি নতুন অধ্যায়।