পাকিস্তান ম্যাচের মতো দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও শুরুতেই উইকেট পেয়েছেন। বাবর আজ়ম, কুইন্টন ডি’ককের মতো ব্যাটরকে আউট করেছেন। শুরুতে উইকেট পেলে আত্মবিশ্বাস কতটা বাড়ে? আরশদীপ বলেছেন, শুরুতে উইকেট পেলে অবশ্যই আত্মবিশ্বাস বেড়ে যায়। দলও আস্থা রাখতে পারে আমার উপর।
আরও পড়ুন - ডনের শহরে পৌঁছে এবার বাঘ শিকারের অপেক্ষায় কিং কোহলি! শেয়ার করলেন ছবি
advertisement
এখনও পর্যন্ত ভারতীয় দলের হয়ে যে সব উইকেটে বল করেছেন, সেগুলোর মধ্যে পার্থের উইকেট দ্রুততম। কেমন অভিজ্ঞতা হল পার্থে বল করে? উচ্ছ্বাস গোপন করেননি ভারতীয় দলের তরুণ সদস্য। আরশদীপ বলেছেন, বল করার জন্য এই উইকেটটা দুর্দান্ত। যে কোনও জোরে বোলারেরই স্বপ্ন থাকে পার্থের ২২ গজে বল করার। এর আগে কখনও এত গতিময় উইকেট বল করিনি। দারুণ অভিজ্ঞতা।
তবে আরশদীপ আলাদা প্রশংসা করেছেন ভুবনেশ্বর কুমারের। সিনিয়র ভারতীয় পেসার অন্য দিক থেকে যেভাবে বল করছেন, বিপক্ষ ব্যাটসম্যানদের ওপর চাপ তৈরি করছেন সেটা অনবদ্য। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হেরে গেলেও রেকর্ড সংখ্যক ডট বল করেছিলেন ভুবি।
এটাই তাকে আরও টেনশন মুক্ত রাখছে বলছেন আরশদীপ। মহম্মদ শামির থেকেও শিখছেন বোলিংয়ের নিয়ন্ত্রণ। প্রশংসায় গা ভাসিয়ে দিতে চান না। নিজেকে প্রতিনিয়ত উন্নত করে তোলাই একমাত্র লক্ষ্য তার।