TRENDING:

বিশ্বকাপে নিজের সাফল্যের রেসিপি সামনে আনলেন আরশদীপ, প্রশংসা করলেন সিনিয়র তারকার

Last Updated:

Arshdeep Singh owes a lot to Bhuvneshwar Kumar for his success in T20 World Cup. বিশ্বকাপে নিজের সাফল্যের রেসিপি সামনে আনলেন আরশদীপ, প্রশংসা করলেন সিনিয়র তারকার

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#অ্যাডিলেড: আরশদীপ সিং যে লম্বা রেসের ঘোড়া হতে চলেছেন সেটা বোঝা গিয়েছিল আগেই। তিনি বিশেষ প্রতিভা এটা এখন আর বলার প্রয়োজন নেই। পাকিস্তানের প্রাক্তন তারকা ওয়াসিম আক্রম পর্যন্ত তার প্রশংসা করেছিলেন। টি-টোয়েন্টি বিশ্বকাপেও আরশদীপ তার প্রতিভার পরিচয় রাখছেন। পেস এবং সুইং যেভাবে নিয়ন্ত্রণ করছেন সেটা চমকপ্রদ।
ভারতের জার্সিতে বিশ্বকাপের নজর কেড়েই চলেছেন
ভারতের জার্সিতে বিশ্বকাপের নজর কেড়েই চলেছেন
advertisement

পাকিস্তান ম্যাচের মতো দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও শুরুতেই উইকেট পেয়েছেন। বাবর আজ়ম, কুইন্টন ডি’ককের মতো ব্যাটরকে আউট করেছেন। শুরুতে উইকেট পেলে আত্মবিশ্বাস কতটা বাড়ে? আরশদীপ বলেছেন, শুরুতে উইকেট পেলে অবশ্যই আত্মবিশ্বাস বেড়ে যায়। দলও আস্থা রাখতে পারে আমার উপর।

আরও পড়ুন - ডনের শহরে পৌঁছে এবার বাঘ শিকারের অপেক্ষায় কিং কোহলি! শেয়ার করলেন ছবি

advertisement

এখনও পর্যন্ত ভারতীয় দলের হয়ে যে সব উইকেটে বল করেছেন, সেগুলোর মধ্যে পার্‌থের উইকেট দ্রুততম। কেমন অভিজ্ঞতা হল পার্‌থে বল করে? উচ্ছ্বাস গোপন করেননি ভারতীয় দলের তরুণ সদস্য। আরশদীপ বলেছেন, বল করার জন্য এই উইকেটটা দুর্দান্ত। যে কোনও জোরে বোলারেরই স্বপ্ন থাকে পার্‌থের ২২ গজে বল করার। এর আগে কখনও এত গতিময় উইকেট বল করিনি। দারুণ অভিজ্ঞতা।

advertisement

তবে আরশদীপ আলাদা প্রশংসা করেছেন ভুবনেশ্বর কুমারের। সিনিয়র ভারতীয় পেসার অন্য দিক থেকে যেভাবে বল করছেন, বিপক্ষ ব্যাটসম্যানদের ওপর চাপ তৈরি করছেন সেটা অনবদ্য। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হেরে গেলেও রেকর্ড সংখ্যক ডট বল করেছিলেন ভুবি।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শেষ সুবর্ণ সুযোগ! হাতছাড়া হলে কেঁদে কুল পাবেন না...
আরও দেখুন

এটাই তাকে আরও টেনশন মুক্ত রাখছে বলছেন আরশদীপ। মহম্মদ শামির থেকেও শিখছেন বোলিংয়ের নিয়ন্ত্রণ। প্রশংসায় গা ভাসিয়ে দিতে চান না। নিজেকে প্রতিনিয়ত উন্নত করে তোলাই একমাত্র লক্ষ্য তার।

বাংলা খবর/ খবর/খেলা/
বিশ্বকাপে নিজের সাফল্যের রেসিপি সামনে আনলেন আরশদীপ, প্রশংসা করলেন সিনিয়র তারকার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল