রাঁচিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে কিউয়ি ইনিংসের শেষ ওভারে বল করতে এসে ২৭ রান খরচ করেন বাঁহাতি পেসার আর্শদীপ সিং। ১৯ ওভারের শেষে নিউজিল্যান্ডের স্কোর ছিল ১৪৯/৬। সেখান থেকে ১৭৬/৬ স্কোরে শেষ করে নিউজিল্যান্ড। শেষ ওভারে একটি নো বলও করেন অর্শদীপ। ভারতের ২১ রানে হারের পর অনেকেই ওই ওভারটিকে দায়ী করছেন।
advertisement
আরও পড়ুন - ওয়াশিংটন সতিই সুন্দর ! নিউজিল্যান্ডের কাছে হেরেও তরুণ ক্রিকেটারের প্রশংসায় হার্দিক
বলা হচ্ছে, কেন বারবার ডেথ ওভারে ভরাডুবি ঘটানোর পরেও খেলানো হচ্ছে অর্শদীপকে? আর্শদীপ টি-টোয়েন্টি বিশ্বকাপে অসাধারণ পারফর্ম করেছিলেন পাকিস্তানের বিপক্ষে। এছাড়াও নতুন বল হাতে তার মুভমেন্ট চিন্তায় ফেলেছিল বিপক্ষ দলগুলোকে। কিন্তু ইদানিং নতুন বলে চেনা সুইং করাতে পারছেন না। ভ্যারিয়েশন দেখাতে পারছেন না।
তবে এখনই অর্শদীপকে মুছে ফেলার কারণ দেখতে পাচ্ছেন না ইরফান পাঠান। তিনি জানিয়েছেন শেষ কয়েক মাস খেলার বাইরে ছিলেন অর্শ। তাই ছন্দ ফিরে পেতে সময় লাগছে। রান আপের ক্ষেত্রেও সমস্যা হচ্ছে। কিন্তু খুব তাড়াতাড়ি খারাপ সময় কাটিয়ে আর্শদীপ ফর্মে ফিরবে বিশ্বাস করে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। পাশে রয়েছেন কোচ রাহুল দ্রাবিড়।
তার ভরসা রয়েছে আর্শদীপের কোয়ালিটির ওপর। অনুশীলনে ভারতের ফাস্ট বোলিং কোচ পরশ মামরের সঙ্গে আলাদা সময় কাটাচ্ছেন আর্শদীপ। এখন দেখার নিজের চেনা ছন্দে কত তাড়াতাড়ি ফিরতে পারেন তিনি। কারণ ভারতের ক্ষেত্রে আর্শদীপের পারফর্ম করাটা খুব জরুরি। তাহলে একজন বাঁহাতি পেসার খেলানো সম্ভব।