TRENDING:

আর্শদীপ সিং নিয়ে চিন্তা বাড়ছে টিম ইন্ডিয়ার, তরুণ পেসারের রান আপ ভুলে ভরা

Last Updated:

Arsh Deep Singh wasting energy with long run ups feels Mohammed Kaif. আর্শদীপ সিং নিয়ে চিন্তা বাড়ছে টিম ইন্ডিয়ার, তরুণ পেসারের মানসিকতা নিয়ে উঠছে প্রশ্ন

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#রাঁচি: ভারতের জুনিয়র বিশ্বকাপ জয়ের পেছনে অন্যতম কারিগর ছিলেন তিনি। পঞ্জাবের বাঁহাতি পেসার যে লম্বা রেসের ঘোড়া সেটা আগেই প্রমাণিত হয়েছে। কিন্তু ইদানিং আর্শদীপ সিং যেন একেবারেই নিজের চেনা ছন্দে নেই। কেমন যেন খেই হারিয়ে ফেলছেন বারবার। তার যোগ্যতা এবং প্রতিভা নিয়ে সন্দেহ না থাকলেও পারফরম্যান্স কিন্তু খারাপ হচ্ছে।
আর্শদীপ নিয়ে হতাশ ভারত
আর্শদীপ নিয়ে হতাশ ভারত
advertisement

রাঁচিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে কিউয়ি ইনিংসের শেষ ওভারে বল করতে এসে ২৭ রান খরচ করেন বাঁহাতি পেসার আর্শদীপ সিং। ১৯ ওভারের শেষে নিউজিল্যান্ডের স্কোর ছিল ১৪৯/৬। সেখান থেকে ১৭৬/৬ স্কোরে শেষ করে নিউজিল্যান্ড। শেষ ওভারে একটি নো বলও করেন অর্শদীপ। ভারতের ২১ রানে হারের পর অনেকেই ওই ওভারটিকে দায়ী করছেন।

advertisement

আরও পড়ুন - ওয়াশিংটন সতিই সুন্দর ! নিউজিল্যান্ডের কাছে হেরেও তরুণ ক্রিকেটারের প্রশংসায় হার্দিক

বলা হচ্ছে, কেন বারবার ডেথ ওভারে ভরাডুবি ঘটানোর পরেও খেলানো হচ্ছে অর্শদীপকে? আর্শদীপ টি-টোয়েন্টি বিশ্বকাপে অসাধারণ পারফর্ম করেছিলেন পাকিস্তানের বিপক্ষে। এছাড়াও নতুন বল হাতে তার মুভমেন্ট চিন্তায় ফেলেছিল বিপক্ষ দলগুলোকে। কিন্তু ইদানিং নতুন বলে চেনা সুইং করাতে পারছেন না। ভ্যারিয়েশন দেখাতে পারছেন না।

advertisement

তবে এখনই অর্শদীপকে মুছে ফেলার কারণ দেখতে পাচ্ছেন না ইরফান পাঠান। তিনি জানিয়েছেন শেষ কয়েক মাস খেলার বাইরে ছিলেন অর্শ। তাই ছন্দ ফিরে পেতে সময় লাগছে। রান আপের ক্ষেত্রেও সমস্যা হচ্ছে। কিন্তু খুব তাড়াতাড়ি খারাপ সময় কাটিয়ে আর্শদীপ ফর্মে ফিরবে বিশ্বাস করে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। পাশে রয়েছেন কোচ রাহুল দ্রাবিড়।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ধ্বংসলীলার পর প্রকৃতির উপহার, ভরছে ঝুলি! উত্তরের মৎস্যজীবীরা যেন চাঁদ পেলেন হাতে
আরও দেখুন

তার ভরসা রয়েছে আর্শদীপের কোয়ালিটির ওপর। অনুশীলনে ভারতের ফাস্ট বোলিং কোচ পরশ মামরের সঙ্গে আলাদা সময় কাটাচ্ছেন আর্শদীপ। এখন দেখার নিজের চেনা ছন্দে কত তাড়াতাড়ি ফিরতে পারেন তিনি। কারণ ভারতের ক্ষেত্রে আর্শদীপের পারফর্ম করাটা খুব জরুরি। তাহলে একজন বাঁহাতি পেসার খেলানো সম্ভব।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
আর্শদীপ সিং নিয়ে চিন্তা বাড়ছে টিম ইন্ডিয়ার, তরুণ পেসারের রান আপ ভুলে ভরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল