ভেনেসা লিখেছেন , ‘আমার প্রিয় স্বামী কোবেকে হারিয়ে বিপর্যস্ত, আমার সন্তানদের অসাধারণ বাবা ও ৷ আর আমার মিষ্টি সুন্দর মেয়ে জিয়ানা- যে ভালোবাসত, মানসিকভাবে উন্নত ছিল ৷ নাতালিয়া, বিয়াঙ্কা কেপরির ভালো বোন ছিল ৷ ’
তিনি আরও বলেছেন, ‘এই খারাপ সময়ের মধ্যে দিয়ে যাওয়ার সময় যাঁরা আমার পাশে ছিলেন তাঁদের সকলকে ধন্যবাদ ৷ ’
advertisement
আরও পড়ুন - ধোনির সিটে কেউ বসেন না, সিক্রেট আউট করে স্পেশাল ভিডিও চাহালের
বিমান দুর্ঘটনায় মোট নয়জনের মৃত্যু হয়েছে ৷ তাই নিজের শোকবার্তায় তিনি লিখেছেন , ‘যাঁরা রবিবারের দুর্ঘটনায় নিজেদের প্রিয়জনকে হারিয়েছেন তাঁদের কথা ভেবেও আমরা বিপর্যস্ত ৷ তাঁদের বেদনায় আমরাও বেদনার্ত ৷ আমাদের অন্তরে যে যন্ত্রণা হচ্ছে তা বর্ণনা করার মতো যথেষ্ট শব্দ আমাদের নেই ৷ আমি জানি কোবে আর গিগি জানত আমরা ওদের ঠিক কতটা ভালোবাসি ৷ ওরা আমাদের জীবনে থাকায় আমরা ধন্য ৷ ওরা চিরকাল এভাবেই আমাদের সঙ্গে থাকুক , তাই চাইতাম আমরা ৷ ’আমাদের থেকে যেন খুব তাড়াতাড়ি ইশ্বরের আশীর্বাদ কেড়ে নেওয়া হল ৷ ’
এই মর্মান্তিক সময়ের লড়াইকে ব্যক্তিগত রাখতে চেয়েছেন কোবে ব্রায়ান্টের স্ত্রী ৷ মঙ্গলবার মেডিক্যাল পরীক্ষকরা জানিয়েছেন মৃতদেহের সঙ্গে ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ করিয়ে নিঃসন্দেহ হওয়া গেছে একটি মৃতদেহ কোবে ব্রায়ান্টের ৷
মৃতদেহ পাওয়া গেছে পাইলট আরা জোবেয়ান, বেসবল কোচ জন আলতোবেলি, সারা চেস্টারের ৷ বাকি পাঁচটি মৃতদেহ সরকারি পরিচয় এখনও জানা যায়নি ৷

