TRENDING:

‘এই বিপর্যয়ের সময়ের লড়াইটা একলা করতে চাই’, কোবে ব্রায়ান্ট ও কন্যার পর মৃত্যুর পর আবেগপূর্ণ পোস্ট বাস্কেটবল তারকার স্ত্রী

Last Updated:

সোশ্যাল হ্যান্ডেলে নিজের মানসিক অবস্থার বিবরণ দিলেন ব্রায়ান্ট পত্নী ভেনেসা

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#লস অ্যাঞ্জেলস: একটা দুর্ঘটনা প্রাণ হারিয়েছে কোবে ব্রায়ান্ট ও তাঁর কন্যা জিয়ানা৷ সারা পৃথিবী শোকস্তব্ধ ৷ মৃত্যুর পর দু'দিন কেটে গেছে ৷ এবার সোশ্যাল হ্যান্ডেলে নিজের মানসিক অবস্থার বিবরণ দিলেন ব্রায়ান্ট পত্নী ভেনেসা ৷ সোমবারের এক দুর্ঘটনা তাঁর জীবন থেকে কেড়ে নিয়েছে তাঁর স্বামী ও সন্তানকে ৷ ৪১ বছরের স্বামী ও কিশোরী কন্যাকে হারিয়ে নিজের অবস্থাকে তিনি সম্পূর্ণরূপে বিপর্যস্ত বলে বিবরণ দিয়েছেন ৷ তাঁদের পরিবার এখনও বিষয়টি মেনে উঠতেই পারেনি ৷
advertisement

ভেনেসা লিখেছেন , ‘আমার প্রিয় স্বামী কোবেকে হারিয়ে বিপর্যস্ত, আমার সন্তানদের অসাধারণ বাবা ও ৷ আর আমার মিষ্টি সুন্দর মেয়ে জিয়ানা- যে ভালোবাসত, মানসিকভাবে উন্নত ছিল ৷ নাতালিয়া, বিয়াঙ্কা কেপরির ভালো বোন ছিল ৷ ’

তিনি আরও বলেছেন, ‘এই খারাপ সময়ের মধ্যে দিয়ে যাওয়ার সময় যাঁরা আমার পাশে ছিলেন তাঁদের সকলকে ধন্যবাদ ৷ ’

advertisement

আরও পড়ুন - ধোনির সিটে কেউ বসেন না, সিক্রেট আউট করে স্পেশাল ভিডিও চাহালের

বিমান দুর্ঘটনায় মোট নয়জনের মৃত্যু হয়েছে ৷ তাই নিজের শোকবার্তায় তিনি লিখেছেন , ‘যাঁরা রবিবারের দুর্ঘটনায় নিজেদের প্রিয়জনকে হারিয়েছেন তাঁদের কথা ভেবেও আমরা বিপর্যস্ত ৷ তাঁদের বেদনায় আমরাও বেদনার্ত ৷ আমাদের অন্তরে যে যন্ত্রণা হচ্ছে তা বর্ণনা করার মতো যথেষ্ট শব্দ আমাদের নেই ৷ আমি জানি কোবে আর গিগি জানত আমরা ওদের ঠিক কতটা ভালোবাসি ৷ ওরা আমাদের জীবনে থাকায় আমরা ধন্য ৷ ওরা চিরকাল এভাবেই আমাদের সঙ্গে থাকুক , তাই চাইতাম আমরা ৷ ’আমাদের থেকে যেন খুব তাড়াতাড়ি ইশ্বরের আশীর্বাদ কেড়ে নেওয়া হল ৷ ’

advertisement

এই মর্মান্তিক সময়ের লড়াইকে ব্যক্তিগত রাখতে চেয়েছেন কোবে ব্রায়ান্টের স্ত্রী ৷ মঙ্গলবার মেডিক্যাল পরীক্ষকরা জানিয়েছেন মৃতদেহের সঙ্গে ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ করিয়ে নিঃসন্দেহ হওয়া গেছে একটি মৃতদেহ কোবে ব্রায়ান্টের ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
'এই' ছোট্ট একটি গ্রামে হয় ২৭ টি জগদ্ধাত্রী পুজো, দেখতে হলে যেতে হবে 'নবাবে'র জেলায়
আরও দেখুন

মৃতদেহ পাওয়া গেছে পাইলট আরা জোবেয়ান, বেসবল কোচ জন আলতোবেলি, সারা চেস্টারের ৷ বাকি পাঁচটি মৃতদেহ সরকারি পরিচয় এখনও জানা যায়নি ৷

বাংলা খবর/ খবর/খেলা/
‘এই বিপর্যয়ের সময়ের লড়াইটা একলা করতে চাই’, কোবে ব্রায়ান্ট ও কন্যার পর মৃত্যুর পর আবেগপূর্ণ পোস্ট বাস্কেটবল তারকার স্ত্রী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল