আরও পড়ুন- 'কে বলল আমার হার্ট অ্যাটাক হয়েছে!' হাসপাতাল থেকে ফিরে অবাক ইনজামাম
রাঘব জিজ্ঞেস করেছিলেন, "নীরজ চোপড়ার সঙ্গে কোষ্ঠীর মিল কীভাবে হবে?" নীরজ চোপড়া এই প্রশ্নে লজ্জিত হয়ে বলেন, কুণ্ডলী সম্পর্কে তাঁর কোনও ধারণা নেই। তাঁর এই সব ব্যাপারগুলি খুব অদ্ভুত বলে মনে হয়। এর পরে কোরিওগ্রাফার পুনিতের তাঁকে জিজ্ঞাসা করেন, নীরজ চোপড়ার কেমন মেয়ে পছন্দ! রাঘব এর পর মজা করে জিজ্ঞেস করলেন, জীবনসঙ্গীকে কি জ্যাভেলিনের মতো হওয়া উচিত? নীরজ বলেন, না না তা হলে তো অনেক লম্বা হয়ে যাবে। নীরজ আরও বলেন, তাঁর জীবনসঙ্গী একজন ক্রীড়াবিদ হলে ভাল। নীরজ তিনি বলেছিলেন, তাঁদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা থাকতে হবে। এবং পরস্পরের পরিবারকে সম্মান করতে হবে।
advertisement
শো চলাকালীন নীরজ বিখ্যাত পাঞ্জাবী গান 'ইশক তেরা তড়পাভে'র তালে নাচলেন। শক্তি মোহনকে প্রোপোজ করার সময় নীরজ বলেন, "আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হল জ্যাভেলিন। আমি জানি না কীভাবে রান্না করতে হয়। আমি খুব একটা সময়ও দিতে পারব না হয়তো।" নীরজ চোপড়া শক্তিকে প্রপোজ করার পর রাঘব জুয়াল মুষড়ে পড়ার ভান করেন। তিনি নীরজ চোপড়াকে নাটকীয়ভাবে বলেন, "ভাই আপনি ভুল জায়গায় জ্যাভেলিন ছুঁড়ে দিয়েছেন।" রাঘবের এই কথা শুনে নীরজের সঙ্গে সবাই হাসতে শুরু করে।