TRENDING:

নতুন ট্র্যাকে এবার রাজ্য মিট, সল্টলেক সাইয়ের নতুন সিন্থেটিক ট্র্যাকের প্রথম পরীক্ষা

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: সল্টলেক সাইয়ের নতুন সিন্থেটিক ট্র্যাকের প্রথম পরীক্ষা। নতুন অ্যাথলেটিক্স ট্র্যাকে এবারই প্রথম অনুষ্ঠিত হবে রাজ্য অ্যাথলেটিক্সের আসর। ২ থেকে ৫ অগাস্ট রাজ্য মিটে প্রচুর সংখ্যায় জেলার নতুন মুখদের অংশ নিতে দেখা যাবে। সবমিলিয়ে এবছর অংশ নেবে ১২০০-রও বেশি অ্যাথলেটিক্স।
advertisement

তার মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক প্রতিযোগী থাকছে ইস্টবেঙ্গল ক্লাব এবং উত্তর চব্বিশ পরগণা জেলা থেকে। গতবারও সাফল্যের তুঙ্গে ছিল তারা। মঙ্গলবার ক্রীড়া সাংবাদিক ক্লাবে রাজ্য মিটের ঘোষণা হল। হাজির ছিলেন অ্যাথলিট সোমা বিশ্বাস, রাজ্য অলিম্পিক সংস্থার সভাপতি। তবে রাজ্যস্তরে উঠতি প্রতিভাদের অ্যাথলেটিক্সে আগ্রহ কমা নিয়ে কিছুটা আশঙ্কা সোমার গলায়। ভরা বর্ষায় নতুন ট্র্যাকে প্রথমবার নেমে কতটা মানিয়ে নিতে পারেন উঠতিরা, তা দেখতে মুখিয়ে রয়েছেন সোমা নিজেও।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বিজয়াতেই ঘরে ঘরে 'টিকা'র প্রস্তুতি! গোর্খাদের এই উৎসব বাঙালির খুব চেনা
আরও দেখুন
বাংলা খবর/ খবর/খেলা/অন্যান্য খেলা/
নতুন ট্র্যাকে এবার রাজ্য মিট, সল্টলেক সাইয়ের নতুন সিন্থেটিক ট্র্যাকের প্রথম পরীক্ষা