TRENDING:

দুই বোন দুই মেরু, কুস্তির আখড়ায় নয় ট্যুইটারে শুরু লড়াই ববিতা ও ভিনেশ ফোগটের

Last Updated:

ফোগট পরিবারে দুই বোনে-র লড়াই , আসরে পরিবারের আরেক জামাইও৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি : কৃষক আন্দোলন নিয়ে রাজনৈতিক মহল সরগরম৷ নতুন কৃষি আইন (New Agriculture Laws 2020) -র বিরুদ্ধে দিল্লি বর্ডারে (Delhi Borders) কৃষক আন্দোলন প্রচণ্ড উত্তাপ ছড়াচ্ছে৷ এই আন্দোলন নিয়ে পক্ষে -বিপক্ষে বহু সেলিব্রিটি নিজেদের মত প্রকাশ করেছেন৷ খেলাধুলো থেকে বিনোদন বিভিন্ন জায়গার মানুষই নিজেদের মত প্রকাশ করেছেন৷ এরই জেরে সোশ্যাল মিডিয়ায় এক পক্ষ অন্যপক্ষের মত পোষনকারীদের ছেড়ে কথা বলছেন না৷ সম্প্রতি কঙ্গনা রানাওয়াত (Kangana Ranut) ও দিলজিত দোসাঞ্জের (Diljit Dosanjh) ট্যুইট যুদ্ধ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল৷ এবার এই আন্দোলন নিয়ে দুই ফোগট বোনের মতান্তর সামনে চলে এসেছে৷ তাঁরা কুস্তির আখড়ায় নয় ট্যুইটে করছেন লড়াই৷
advertisement

পেশাদার কুস্তিগির ববিতা ফোগট এখন বিজেপি নেতাও৷ তিনি কৃষক আন্দোলন নিয়ে নানা সময়ে নানা কিছু ট্যুইট করছেন৷ নিজের মত প্রকাশে কোনও দ্বিধা রাখছেন না৷ তিনি বর্তমানে ট্যুইট করে জানিয়েছেন টুকড়ে টুকড়ে গ্যাং কৃষক আন্দোলন হাইজ্যাক করে নিয়েছে৷ ববিতার এই ট্যুইটের পরে তাঁকে সরাসরি নিশানা করে জানিয়েছন ক্রীড়াবিদদের কথা বলেছেন৷

যার অর্থ , ‘এখন মনে হচ্ছে কৃষক আন্দোলনকে টুকড়ে টুকড়ে গ্যাং হাইজ্যাক করে নিয়েছে৷ সমস্ত কৃষক ভাইদের হাত জোড় করে বিনম্র অনুরোধ কৃপা করে নিজের বাড়ি ফিরে যান৷ মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কৃষকদের অধিকার কখনও মরতে দেবেন না৷ কংগ্রেসি ও বামপন্থীরা কখনও কৃষকদের ভালো করতে পারবে না৷ ’

advertisement

এছাড়াও ববিতা এসবাইএল (সতলুজ যমুনা লিঙ্ক ) -র ইস্যু নিয়েও কথা বলছেন৷ তিনি অন্য ট্যুইটে লিখেছেন এসবাইএল হরিয়ানার জীবনরেখা৷ তাই পঞ্জাবের কাছে আবেদন কপছে হরিয়ানার কৃষকদের তাঁদের জন্য বরাদ্দ জল দেন৷ হরিয়ানার কৃষকদের জন্য সবসময় তাঁদের ভালো কিছু ভাবা উচিত৷ শতদ্রুর জল যেখানে গিয়েই নষ্ট হোক কিন্তু হরিয়ানার কৃষকদের দেব না এটা কোনও বুদ্ধিমানের কথা নয়৷

advertisement

এদিকে ববিতার ট্যুইটের উত্তরে একেবারে বিস্ফোরক ট্যুইট করেছেন তাঁর তুতো বোন ভিনেশ ফোগট ৷ তিনি নিজের ট্যুইটে সোজা কথায় লিখেছেন ক্রীড়াবিদদের উচিত ক্রীড়াবিদই থাকা তাঁরা যে ক্ষেত্রেই চলে যান৷ রাজনীতি করা ভালো জিনিস কিন্তু ক্রীড়াবিদরা যেরকম খেলে নিজের পরিবার, জায়গা, দেশের নাম উজ্জ্বল করেছেন সেরকমই করা উচিত৷ তাঁদের এমন কিছু বলা উচিত নয় যাতে মানুষের ভাবাবেগ আহত হয়৷ কারণ মনে রাখা উচিত ক্রীড়াবিদ তৈরিতে সকলেরই যোগদান থাকে৷

একই ভাবে আরেক ফোগট বোনের স্বামী বজরং পুনিয়াও কৃষক আন্দোলনের সমর্থণেই ট্যুইট করেছিলেন৷ ববিতা ফোগটের ট্যুইটের নিচে বজরং পুনিয়ার ট্যুইটও রয়েছে৷

সেরা ভিডিও

আরও দেখুন
ক্যারাটেতে বিরাট সাফল্য পুরুলিয়ার, তিন কন্যার ব্ল্যাক বেল্ট জয়
আরও দেখুন

আসলে কৃষক আন্দোলন নিয়ে একেবারে বিভিন্ন মহলে জোর আলোড়ন পড়েছে৷ সকলেই নিজের মত সামনে রাখছেন৷ ২০১৯ সালে ববিতা ফোগট বিজেপিতে যোগ দিয়েছেন৷ তিনি চখরি দাদরি সিট থেকে নির্বাচনেও লড়াই করেছিলেন ৷ কিন্তু তিনি নির্বাচনে হেরে গিয়েছিলেন৷

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
দুই বোন দুই মেরু, কুস্তির আখড়ায় নয় ট্যুইটারে শুরু লড়াই ববিতা ও ভিনেশ ফোগটের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল