TRENDING:

Gold Medal জয়ী নীরজ চোপড়ার কোচ বিস্ফোরক, SAI ও AFI কিছু বদল করা অসম্ভব

Last Updated:

টোকিও অলিম্পিক্সে নীরজ চোপড়ার সাফল্যের পর বিস্ফোরক কোচ, তোপ দাগলেন সাইয়ের বিরুদ্ধে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#টোকিও : অলিম্পিক্সে তাঁর নিজের হাতের তৈরি ছাত্র নীরজ চোপড়া জ্যাভলিন থ্রোতে দেশকে সোনা জিতিয়েছেন৷ ২০১৬ তে নীরজ চোপড়াকে তিনি পেয়েছিলেন তখন একেবারে বন্য জ্যাভলিন ছোঁড়ার ধরণ ছিল৷ কিন্তু ২০১৮ তে অনেকটা উন্নতি হয়, ২০১৯ ভালো পারফর্ম করতে শুরু করেন তিনি৷ কিন্তু করোনা পরিস্থিতিতে ২০২০তে মাতের একটি টুর্নামেন্টে খেলতে পেরেছিলেন নীরজ চোপড়া (Neeraj Chopra) ৷ এতেই রীতিমতো ক্ষুব্ধ নীরজ চোপড়ার কোচ Uwe Hohn ৷
advertisement

কোচ পুরো অ্যাথলেটিক্স দলকে জ্যাভলিন থ্রো অনুশীলন করাতেন৷ তিনি বলেছেন প্রাক্তন হাই পারফরমার ডিরেক্টর ভলকের হারমান যে পদ্ধতি শুরু করেছিলেন সেটা খুবই ভালো ছিল৷ অ্যাথলেটিক্সের পরিকাঠামোর বাইরের উন্নয়ন ছিল ৷ কিন্তু সাই (SAI) ও এএফআই (AFI) এমন মানুষদের দ্বারা পরিচালিত হয় তারা থাকতে কোনও পরিবর্তন আনা দুঃসাধ্য৷ তিনি আরও বলেছেন, এগুলি অশিক্ষা বা কম জানা -র থেকে এরকম কিনা তা তিনি জানেন না৷

advertisement

সোনা জয়ীর কোচ একের পর এক বিস্ফোরক অভিযোগ তুলে ধরেছেন তিনি বলেছেন, নির্ধারিত অনুশীলনের বাইরে আর কোনও টুর্নামেন্ট আয়োজন প্রায় করাই হয় না৷ বাইরের টুর্নামেন্ট ও অনুশীলন ক্যাম্পে পাঠানো হয় না৷ ভারতের যেখানে জ্যাভলিন থ্রো অনুশীলন করা হয় সেখানে এত বেশি তাপমাত্রা থাকে সেখানে হয় ভোরবেলা নয়তো সন্ধ্যা ৬ টার পর অনুশীলন করানো যায়৷ তাঁর সাফ দাবি এতটুকু অনুশীলনে আন্তর্জাতিক মানের টুর্নামেন্টে সাফল্য পাওয়া অসম্ভব৷ ইউরোপিয়রা এর বহুগুণ বেশি পরিশ্রম করে৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

এর পাশাপাশি তিনি নিউট্রিশনিস্টের প্রস্তাবিত ডায়েট দেওয়া ফুড সাপ্লিমেন্টও সব সময় ঠিকভাবে পাওয়া যেত না৷ ভারতে তিনবছর ধরে ট্রেনিং দেওয়ার পর এখানের পরিকাঠামোকে আদৌ বিশ্বমানের বলতে নারাজ কোচ৷ তাঁর দাবি এখানে দাবি করা হয় বিশ্বমানের পরিকাঠামো রয়েছে৷ কিন্তু আসলে যা রয়েছে তা দিয়ে জোরাতালি দিয়ে চালানো হয়৷ তরুণ, উঠতি প্রতিভাদের আরও বেশি বিদেশে ট্রেনিং ও টুর্নামেন্টে জোর দিয়েছেন তিনি৷ নীরজ চোপড় জেএসডাব্লুর তত্ত্বাবধানে থাকায় তিনি অনেক বেশি সুযোগ পেয়েছেন যা সাই বা এএফআইতে থাকা অ্যাথলিটরা পান না৷

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
Gold Medal জয়ী নীরজ চোপড়ার কোচ বিস্ফোরক, SAI ও AFI কিছু বদল করা অসম্ভব
Open in App
হোম
খবর
ফটো
লোকাল