T64 এই বিভাগে তাঁরাই অংশ নেন যাঁদের পায়ে অস্ত্রোপচার হয়েছে৷ তিনি প্রস্থেটিক নিয়ে দাঁড়াতে পারেন৷
কুমারের জন্য শারীরিক বিকালঙ্গতা T44 বিভাগের হলেও তিনি T64-র জন্য যোগ্যতামানে ছিলেন৷ তাঁর পায়ের বিকলঙ্গতা রয়েছে পাশাপাশি পায়ের পেশির শক্তি স্বাভাবিকের থেকে আলাদা এবং কীভাবে পায়ের মুভমেন্ট করেন সেটাও এই বিভাগেরই অন্তর্ভুক্ত৷
তাঁর পায়ের এই বিকলাঙ্গতা তাঁর হাড়কেও প্রভাবিত করে যার জন্য মুভমেন্ট প্রভাবিত হয়৷ এবারের প্যারালিম্পিক্সে ভারতীয় অ্যাথিলটরা দারুণ পারফর্ম করেই চলেছেন৷ এখনও অবধি প্যারালিম্পিক্সে এটা ভারতের সেরা পারফরম্যান্স৷ এদিনের জয়ের ফলে পদক তালিকা ১১ পৌঁছলো৷ এ পর্যন্ত ভারত ২ টি সোনা, ৬ টি রুপো, ৩ টি ব্রোঞ্জ পদক পেয়েছে৷
advertisement
প্রবীন কুমারের সাফল্যের ভূয়সী প্রংশসা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)৷ নিজের ট্যুইট বার্তায় তিনি লিখেছেন, ‘‘Proud of Praveen Kumar for winning the Silver medal at the paralympics, This medal is the result of his hard work and unparalleled dedication. Congratulations to him. Best wishes for his future endeavours.’’- অর্থাৎ . ‘‘তোমার জন্য গর্বিত প্রবীণ কুমার, প্যারালিম্পিক্সে রুপো জয়ের জন্য৷ এই মেডেল কছিন পরিশ্রম ও অপরিসীম অধ্যাবসায়ের ফসল৷ অভিনন্দন৷ তোমার ভবিষ্যতের জন্য অনেক শুভকামনা৷ ’’