প্রথম রাউন্ডে ২-৫ পিছিয়ে ছিলেন ভারতীয়। এরপর একটা চ্যালেঞ্জ জিতেছিলেন ভারতীয় কুস্তিগীর। কিন্তু শেষ পর্যন্ত শেষ হাসি হাসলেন বেলারুশের কুস্তিগীর।জিতলেন ৯-৩ ফলে। ভিনেশ এখন আর স্বর্ণপদক বা রুপোর জন্য লড়তে পারবেন না। ভেনেসা যদি ফাইনালে ওঠেন তাহলে ভারতীয়র সামনে ব্রোঞ্জ পদক জয়ের ম্যাচ খেলার সুযোগ থাকবে। সারা বছরে অপরাজিত ছিলেন তিনি। মাঝের চারটে বছর এই দিনটার জন্য অপেক্ষা করেছিলেন তিনি।
advertisement
রিও অলিম্পিকে চোট পেয়ে হুইলচেয়ারে করে দেশে ফিরেছিলেন। অস্ত্রোপচার হয়। কিন্তু হার মানেনি। ফিট হয়ে উঠেই নিজেকে প্রস্তুত করেছেন টোকিও অলিম্পিকের জন্য। তাই ' দাবাং কন্যা ' ভিনেশের কাছে এই অলিম্পিকটা অনেক কিছু প্রমাণ করার। মহিলাদের সেরা বাজি ভিনেশ ফোগাত। ভিনেশ ট্রেনিং করেছেন হাঙ্গেরিতে। সে দেশের কোচ উল্যার আকোস পৌঁছে গিয়েছেন জাপানে।
ভিনেশকে তৈরি করেছেন পুরুষ কুস্তিগীরদের বিরুদ্ধে প্র্যাকটিস করিয়ে। তিনি আশাবাদী রিওর ব্যর্থতা টোকিওতে ভুলিয়ে দেবেন ভিনেশ। এই লড়াই জিততে পারলে কোয়ার্টার ফাইনালে বেলারুশের কুস্তিগীরকে পেতেন ভিনেশ।পেলেন, কিন্তু কিছু করতে পারলেন না।
তাঁর ওপর অনেক আশা ছিল গোটা দেশের। কিন্তু পিন ডাউন হয়ে হেরে হেরে গেলেন ভারতের মহিলা কুস্তির সবচেয়ে বড় ভরসা। ব্রোঞ্জ পাবেন কিনা ভাগ্যের উপর ছেড়ে দিতে হবে।
