ভারতীয় মহিলা দল টোকিও অলিম্পিক্স থেকে পদক জিতে ফিরতে পারছে না ঠিকই। তবে রানি রামপালের দলের মেয়েরা দেশবাসীর হৃদয় জিতে নিয়েছেন। গ্রেট ব্রিটেনের কাছে হারের পর অবশ্য হতাশায় ভেঙে পড়েছিলেন ভারতীয় মেয়েরা। মাঠেই কান্নায় ভেঙে পড়েন অনেকে। আসলে গ্রেট ব্রিটেনের বিরুদ্ধে লড়াকু মানসিকতা নিয় লড়েও শেষমেশ পদক জিততে পারেনি ভারতীয় মেয়েরা। তবে তাঁদের লড়াইকে কুর্ণিশ জানিয়েছে গোটা দেশ। এদিন দলের অধিনায়িকা রানী রামপাল ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েককে ধন্যবাদ জানিয়েছেন। তিনি টুইটাকে একটি ভিডিও বার্তায় বলেছেন, আপনার সমর্থন ও সহায়তা ছাড়া টোকিও অলিম্পিক্সে আমাদের এতদূর আসাটাও সম্ভব ছিল না। আমাদের যোগ্যতার উপর ভরসা রাখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ জানাই। গার্লস ইন ব্লু-এর প্রতিটি সদস্য আপনাকে শ্রদ্ধা জানাচ্ছে।
advertisement
রানি রামপাল এদিন আরও বলেন,, কঠিন পরিশ্রম ও লড়াকু মানসিকতার জন্য আমাদের মেয়েদের হকি দলকে এখন সারা বিশ্ব চেনে। নবীন স্যর আমাদের প্ল্যাটফর্ম দিয়েছিলেন। সাফল্য়ের জন্য যা যা প্রয়োজন, আমরা সবই পেয়েছি সরকারের কাছ থেকে। এটা তো সবে শুরু। আমরা আপনাকে হতাশ হতে দেব না। উল্লেখ্য, মহিলাদের হকি দলের স্পনসরশিপের দায়িত্ব নিয়েছিল ওড়িশা সরকার। তিন বছরের স্পনসরশিপে মেয়েদের হকি দলকে একাধিক সুযোগ সুবিধা দিয়েছে ওড়িশা সরকার। গত বেশ কিছু বছর ধরেই হকির উপর ফোকাস করেছে ওড়িশা সরকার। এর আগে পুরুষদের হকি বিশ্বকাপ, ওয়ার্ল্ড লিগ, প্রো লিগ, অলিম্পিক্স কোয়ালিফায়ার আয়োজন করেছে বাংলার পড়শি রাজ্য।