TRENDING:

PM Modi Hockey : মনপ্রীত, রিডকে মাঠেই ফোন করে শুভেচ্ছা মোদির

Last Updated:

PM Modi calls and congratulates Manpreet and Graham Reid।টুইট করার পাশাপাশি ম্যাচ শেষ হওয়ার পরই অধিনায়ক মনপ্রীত সিংহ ও প্রশিক্ষক গ্রাহাম রিডকে ফোন করেন প্রধানমন্ত্রী।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#টোকিও: আজ ইতিহাস তৈরির দিন। কাশ্মীর থেকে কন্যাকুমারী উচ্ছ্বাসে ভেসে যাওয়ার দিন। অকাল দীপাবলি বললেও বাড়াবাড়ি হবে না। ভারতের প্রাণের খেলা হকি আজ আবার শীর্ষে। ব্রোঞ্জ পদক জয় কম কৃতিত্বের নয়। ৪১ বছর পর নতুন অধ্যায় রচনা করেছেন মনদীপ,মনপ্রীত, হরমন, রুপি, সিমরান, বিবেকরা। ক্রিকেটের আধিপত্যের ক্রমশ পিছিয়ে পড়া খেলাটা আজ বিশ্বের সেরা ক্রীড়া প্রতিযোগিতায় দেশের নাম উজ্জ্বল করেছে। ক্রিকেটের বিশ্বকাপ জয়ের থেকে এই পদকের কৃতিত্ব অনেক বেশি।
প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলছেন কোচ এবং অধিনায়ক
প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলছেন কোচ এবং অধিনায়ক
advertisement

ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পুরো ম্যাচ দেখেছেন। নিজের স্বাভাবিক রুটিন যোগব্যায়াম বাদ দিয়ে প্রার্থনা করেছেন ভারতের জয়ের জন্য। দু’বার পিছিয়ে পড়েও লড়াইয়ে ফিরে এসে জয় পেয়েছে ভারত। এই কীর্তির জন্য ভারতীয় দলের প্রশংসায় পঞ্চমুখ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টুইট করার পাশাপাশি ম্যাচ শেষ হওয়ার পরই অধিনায়ক মনপ্রীত সিংহ ও প্রশিক্ষক গ্রাহাম রিডকে ফোন করেন প্রধানমন্ত্রী।

advertisement

এই ভিডিয়ো ভাইরাল হয় নেটমাধ্যমে। জার্মানির বিরুদ্ধে ঐতিহাসিক জয়ের পর মনপ্রীত ও রিডকে মোদি বলেন, ‘‘এতদিনের পরিশ্রমের ফসল পেয়েছে ভারত। গোটা দেশ ভারতের হকি দলের এই সাফল্যে গর্বিত।’’ প্রশিক্ষক গ্রাহাম রিডকেও অভিনন্দন জানান তিনি। ধন্যবাদ জ্ঞাপন করেন অস্ট্রেলিয়ান কোচ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
মেশিন বদলে দিল ব্যবসার ভাগ্য, প্রোডাক্ট তৈরি হচ্ছে ঝড়ের গতিতে! মুনাফা দ্বিগুণ
আরও দেখুন

স্বাধীনতা দিবসে লালকেল্লায় পদক জয়ী অ্যাথলিটদের আগেই নিমন্ত্রণ জানিয়েছিলেন। এদিন আবার ভারতীয় দলের অধিনায়ককে উপস্থিত থাকার কথা মনে করিয়ে দেন প্রধানমন্ত্রী। মনদীপও ধন্যবাদ জানান মোদিকে । ভারত অধিনায়ক প্রধানমন্ত্রীকে বলেন, ‘‘আপনার অনুপ্রেরণাতেই সাফল্যের মুখ দেখেছে ভারতীয় দল। সেমিফাইনালের পর আপনি যে ভাবে উদ্বুদ্ধ করেছিলেন, সেটা ওষুধের মতো কাজ করেছে।’’

বাংলা খবর/ খবর/খেলা/
PM Modi Hockey : মনপ্রীত, রিডকে মাঠেই ফোন করে শুভেচ্ছা মোদির
Open in App
হোম
খবর
ফটো
লোকাল