যোগ্যতা নির্ণায়ক পর্বে ভারত ও পাকিস্তানের দুই তারকা জ্যাভেলিন থ্রোয়ার শীর্ষে ছিলেন। দুজনেই ফর্মে রয়েছেন। কোয়ালিফিকেশন মার্ক ঘরে তুলতে নীরজ বা আরশাদ, কারও সমস্যা হয়নি। ৮৬.৬৫ মিটার থ্রো করে নীরজ চোপড়া শীর্ষ স্থান দখল করেছিলেন। ৮৫.১৬ মিটার থ্রো করে আরশাদ গ্রুপ বি-তে তিন নম্বরে ছিলেন। নীরজ চোপড়া ছিলেন গ্রুপ এ-তে। ট্র্যাক অ্যান্ড ফিল্ড ইভেন্টে ভারতের পদক খরা বহু বছরের। দ্যাুতি চাঁদদের পদক জয়ের ব্যাপারে আশা ছিল। কিন্তু ভারতের একের পর এক ট্র্যাক অ্যান্ড ফিল্ড অ্যাথলিট ছিটকে গিয়েছেন। তাই এখন সব আশা নীরজকে ঘিরেই। গত কয়েক বছর ধরে একের পর এক আন্তর্জাতিক ইভেন্টে দুরন্ত পারফর্ম করেছেন। ২০১৬ সালে ভারতে আয়োজিত South Asian Games-এ নীরজ চোপড়া সোনা জিতেছিলেন। ওই ইভেন্টে ব্রোঞ্জ জিতেছিলেন পাকিস্তানের আরশাদ। আসুন শনিবারের হাইভোল্টেজ লড়াইয়ের সব খুঁটিনাটি জেনে নেওয়া যাক-
advertisement
শনিবার নীরজ চোপড়ার জ্যাভেলিন থ্রো ফাইনাল হবে বিকেল সাড়ে চারটেয়। সোনি স্পোর্টস চ্যানেলে দেখা যাবে খেলা। SonyLIV ও জিও টিভিতে লাইভ স্ট্রিমিং দেখতে পারবেন।