Liberal Democratic Party-র সাধারণ সচিব Toshihiro Nikai সম্প্রচারকারী চ্যানেলকে বলেছেন, ‘যদি দেখি এটা করা অসম্ভব হয়ে যাচ্ছে তাহলে সিদ্ধান্ত নিতে হবে এটা বন্ধ করার৷ ’
বাতিল করে দেওয়া নিশ্চিতভাবে একটা অপশন বলে জানিয়েছেন নিকাই৷ তিনি আরও বলেছেন, ‘‘যদি অলিম্পিক্স থেকে সংক্রমণ বৃদ্ধি পায় তাহলে কিসের জন্য অলিম্পিক্স৷ ’’
জাপানি প্রধানমন্ত্রী Yoshihide Suga -র পক্ষের হেভিওয়েট নেতা নিকাই স্পষ্ট কথা বলার জন্য চর্চিত৷ যেখানে শাসকগোষ্ঠীর অনেক নেতা এই উতপ্ত বিষয়টি নিয়ে কথা বলা এড়িয়ে যান সেখানে তিনি ইঙ্গিত দিয়েছেন পুরোপুরি বাতিল করে দেওয়াটাও একটা গুরুত্বপূর্ণ বিকল্প হতে পারে৷
advertisement
পৃথিবীর বৃহত্তম স্পোর্টিং ইভেন্ট একবছরের জন্য ইতিমধ্যেই পিছিয়ে দেওয়া হয়েছে পাশাপাশি কোনও আন্তর্জাতিক দর্শক অলিম্পিক্স দেখতে পাবেন না জাপান প্রশাসন এই কথাও অনেকদিন আগেই জানিয়ে দিয়েছে৷
জাপান করোনা ভাইরাস অতিমারির চতুর্থ ঢেউয়ের সঙ্গে প্রবলভাবে লড়াই করছে৷ টোকিওতে সংক্রমণের হার সবচেয়ে বেশি৷ সরকার এমার্জেন্সি এই মুহূর্তে শেষ করেছে৷ এদিকে ওসাকাতেও প্রবল বেগেই বেড়ে চলেছে করোনা সংক্রমণ৷
