বিশ্বের ১২ নম্বর মহিলা টেনিস তারকা বেনকিচ এদিন ফাইনালে হারান চেক রিপাবলিকের মার্কেটা ভনড্রউসোভাকে ৭-৫,২-৬,৬-৩ ফলে হারান।রবিবার তিনি আবার কোর্টে নামবেন ডাবলসের ফাইনালে। ফাইনালে জেতার পর খুব খুশি বেনকিচ।তিনি বলেন হিঙ্গিস এবং ফেডেরারের জন্যই আমি এত কিছু অর্জন করেছি।তারা নিজেদের কারিয়ারে অনেক কিছু অর্জন করেছেন।
তিনি মনে করেন তিনি হয়তো জীবনে এতো কিছু অর্জন করতে পারতেন না যদি না ওদের খেলা দেখে শিখতেন। কোনদিনও তাই আমি এই জয় তাদেরকে উৎসর্গ করছি। আবার রবিবার গোলুবিচের সাথে ডাবলসে নামবেন বেনকিচ।তাদের প্রতিপক্ষ আবার চেক রিপাবলিকের দল।
নিজের স্বপ্ন সার্থক করে তিনি মনে করেন রজার ফেডেরার সুইস টেনিস খেলোয়াড়দের কাছে আদর্শ।রজার যেভাবে প্লেয়ারদের সাথে থাকেন সেটাই অসাধারণ।বেনকিচ মনে করেন যে সহায়তা পেয়েছেন তা সত্যিই অনবদ্য।তাই এই জয়টা রজারের জন্যই।সহজ কথায় বলতে গেলে টোকিওতে না থেকেও আছেন রজার ফেদেরার। জীবন্ত কিংবদন্তী যে একটা গোটা প্রজন্মকে প্রভাবিত করেছিল তার উদাহরণ এই মেয়ে।
