TRENDING:

Tokyo Olympics: সোনা জিতে রজার ফেডেরারকে মনে পড়ছে সুইস কন্যার

Last Updated:

বিশ্বের ১২ নম্বর মহিলা টেনিস তারকা বেনকিচ এদিন ফাইনালে হারান চেক রিপাবলিকের মার্কেটা ভনড্রউসোভাকে ৭-৫,২-৬,৬-৩ ফলে হারান। পরিষ্কার জানিয়েছেন ফেডেরার এবং হিঙ্গিসকে দেখেই তৈরি হয়েছেন

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#টোকিও: মহিলাদের টেনিসে সিঙ্গেলস বিভাগে সোনা পেয়েছেন বেলিন্ডা বেনকিচ।নিজের সোনা তিনি উৎসর্গ করেছেন সুইস টেনিস তারকা রজার ফেডেরারকে। ২০ বারের গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন জীবনে সবকিছু জয় করেছেন কিন্তু কোনদিনও অলিম্পিক্স গেমসে সোনা পাননি।লন্ডনে ২০১২ তে অ্যান্ডি মারের কাছে হেরে রূপো পান ফেডেরার এবং মিক্সড ডাবলসে ২০০৮ এ ব্রোঞ্জ জিতেছিলেন। আরেক সুইস তারকা মার্টিনা হিঙ্গিস ২০১৬ তে মহিলা ডাবলসে রূপো জিতেছিলেন।এই মার্টিনা হিঙ্গিসের খেলা দেখেই বেনকিচ উদ্বুদ্ধ হয়েছেন।
সোনা জিতে ফেডেরারকে উৎসর্গ সুইস কন্যার
সোনা জিতে ফেডেরারকে উৎসর্গ সুইস কন্যার
advertisement

বিশ্বের ১২ নম্বর মহিলা টেনিস তারকা বেনকিচ এদিন ফাইনালে হারান চেক রিপাবলিকের মার্কেটা ভনড্রউসোভাকে ৭-৫,২-৬,৬-৩ ফলে হারান।রবিবার তিনি আবার কোর্টে নামবেন ডাবলসের ফাইনালে। ফাইনালে জেতার পর খুব খুশি বেনকিচ।তিনি বলেন হিঙ্গিস এবং ফেডেরারের জন্যই আমি এত কিছু অর্জন করেছি।তারা নিজেদের কারিয়ারে অনেক কিছু অর্জন করেছেন।

তিনি মনে করেন তিনি হয়তো জীবনে এতো কিছু অর্জন করতে পারতেন না যদি না ওদের খেলা দেখে শিখতেন। কোনদিনও তাই আমি এই জয় তাদেরকে উৎসর্গ করছি। আবার রবিবার গোলুবিচের সাথে ডাবলসে নামবেন বেনকিচ।তাদের প্রতিপক্ষ আবার চেক রিপাবলিকের দল।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
চিনি-গুড়ের রসে তো অনেক হল! রসগোল্লায় এবার মিলছে কাঁচা লঙ্কার ঝাল স্বাদ
আরও দেখুন

নিজের স্বপ্ন সার্থক করে তিনি মনে করেন রজার ফেডেরার সুইস টেনিস খেলোয়াড়দের কাছে আদর্শ।রজার যেভাবে প্লেয়ারদের সাথে থাকেন সেটাই অসাধারণ।বেনকিচ মনে করেন যে সহায়তা পেয়েছেন তা সত্যিই অনবদ্য।তাই এই জয়টা রজারের জন্যই।সহজ কথায় বলতে গেলে টোকিওতে না থেকেও আছেন রজার ফেদেরার। জীবন্ত কিংবদন্তী যে একটা গোটা প্রজন্মকে প্রভাবিত করেছিল তার উদাহরণ এই মেয়ে।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
Tokyo Olympics: সোনা জিতে রজার ফেডেরারকে মনে পড়ছে সুইস কন্যার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল