প্রথম রাউন্ডেই তাঁকে হারের সম্মুখীন হতে হয়েছিল৷ যার পর তিনি আর কখনই ম্যাচে ফিরতে পারেননি৷ ভারতের পক্ষ থেকে তাঁকে পদকের দাবিদার মনে করা হয়েছিল৷ ফলে পুরুষদের বক্সিংয়ে ভারতের পদকের আশা শেষ হয়ে গিয়েছিল৷ সতীশ কুমার ৯১ কেজি সুপার হেভিওয়েট বিভাগে (super heavyweight (+91kg))৷ ভারতীয় এই বক্সার প্রচুর লড়াই করলেও জায়ন্ট প্রতিপক্ষকে বাগে আনতে পারেননি৷ জালালভ সর্বক্ষণই রিংয়ে দাপট নিয়ে খেলেছিলেন৷
advertisement
এবারের টোকিও অলিম্পিক্সে (Tokyo Olympics) ৬৩ কেজি বিভাদে মণীশ কৌশিক (৬৩ কেজি ), বিকাশ কৃষ্ণণ (৬৯ কেজি ), এবং আশিস চৌধরী (৭৫ কেজি) বিভাগ থেকে আগেই বিদায় নিয়েছিলেন৷
অলিম্পিক্স সুপার হেভিওয়েট বিভাগে অংশ নেওয়া সতীশ কুমারই প্রথম ভারতীয় বক্সার৷ বৃহস্পতিবার সতীশ কোয়ার্টার ফাইনালে পৌঁছেছিলেন৷ হারিয়েছিলেন জামাইকার রিকার্ডো ব্রাউনকে৷ রাউন্ড ১৫ তে স্পিল্ট ডিশিসনে ৪-১ জিতেছিলেন তিনি৷
এদিকে ভারতে লাভলিনা (Lovlina Borgohain) ৬৯ কেজি বিভাগের বক্সিং টোকিও অলিম্পিক্সে পদক নিশ্চিত করেছেন৷ কোয়ার্টার ফাইনালে তিনি ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন নিয়েন নিয়েন চেনকে হারিয়ে তিনি সেমিফাইনালের টিকিট পান এবং দেশের জন্য পদক নিশ্চিত করেন৷