TRENDING:

Tokyo Olympics 2020: ব্রোঞ্জেই খুশি হতে হবে ভারতীয়দের, বিশ্ব চ্যাম্পিয়নের কাছে লড়ে হার Lovlina Borgohain

Last Updated:

টোকিও অলিম্পিক্স (Tokyo Olympics 2020) ব্রোঞ্জ পদক জিতলেন লাভলিনা (Lovlina Borgohain)৷ সেমিফাইনালে হার বিশ্ব চ্যাম্পিয়নের কাছে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#অসম: টোকিও অলিম্পিক্সের সেমিফাইনালে অসমের ছোট্ট গ্রামের মেয়ে লাভলীনা৷ কিন্তু সেমিফাইনালে বিশ্বের এক নম্বরের কাছে ৫-০ তে হারলেন তিনি৷ খেলার ফল ৩০-২৬, ৩০-২৫, ৩০-২৫, ৩০-২৫, ৩০-২৫ এ৷ বুসেনাজ সুরমেনেলি এদিন রিংয়ে কার্যত অপ্রতিরোধ্য ছিলেন৷ তবুও অসমের তরুণী লড়াই করেন কিন্তু বুসানেজের কাছে পৌঁছতে আরও বেশি স্ট্র্যাটেজিক ও আগ্রাসী হতে হত৷
Lovlina Borgohain in Tokyo Olympics 2020 - Photo-File
Lovlina Borgohain in Tokyo Olympics 2020 - Photo-File
advertisement

এদিকে লাভলিনার রিংয়ের লড়াইকে কুর্নিশ জানাচ্ছে সকলেই অনুরাগ ঠাকুর লিখেছেন নিজের সেরাটা দিয়েছেন লাভলিনা৷

এদিকে আগেই ইতিহাস তৈরি করে ফেলেছেন পদক নিশ্চিত করে সেমিফাইনালে ওঠার সঙ্গে সঙ্গেই, এবার আরও বড় চ্যালেঞ্জ৷ টোকিও অলিম্পিক্সের (Tokyo Olympics 2020) ৬৯ কেজি বিভাগে তাঁর প্রতিপক্ষ বর্তমানের বিশ্ব চ্যাম্পিয়ন বুসেনাজ সুরমেনেলি (Busenaz Surmeneli)৷ অলিম্পিক্সে পদক নিশ্চিত করা লাভলিনা এই মুহূর্তে প্রতিপক্ষ কে তা নিয়ে ভাবতে চান না, তিনি চাইছেন এই মেগা সেমিফাইনাল জিতে ফাইনালের টিকিট নিশ্চিত করতে৷ ২০০৮ সালে বিজেন্দর সিং . ২০১২ সালে মেরিকম ইতিমধ্যেই বক্সিংয়ে ব্রোঞ্জ পদক জিতেছেন৷ লাভলীনার পদক ৯ বছরে অলিম্পিক্সের মঞ্চে বক্সিংয়ে ভারতের প্রথম পদক হবে৷ তবে ফাইনালে পৌঁছনোর লক্ষ্য এই অসমিয়া তরুণী দেখছেন যা আজ অবধি কোনও ভারতীয় বক্সার করতে পারেননি৷ কিন্তু সেই লাভলীনাও  ব্রোঞ্জেই সন্তুষ্ট রইলেন৷ এদিকে লাভলীনার ম্যাচের সরাসরি সম্প্রচার দেখতে অসম বিধানসভার কাজ স্থগিত রাখা হয়েছিল ২০ মিনিটের জন্য৷

advertisement

এদিকে লাভলীনার বাবা জানিয়েছিলেন তিনি মেয়ের ঐতিহাসিক সেমিফাইনাল ম্যাচ দেখবেন না৷ অসম বিধানসভা স্থগিত রাখার বিষয়ে জানিয়েছেন মন্ত্রী পীযূষ হজারিকা৷ সমস্ত বিধায়ক যাতে বক্সিং রিংয়ে লাভলীনার লড়াইয়ের সাক্ষী হতে পারেন৷ এদিকে এর আগে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব লাভলীনার সাফল্য কামনায় পুজোর আয়োজন করেছিলেন৷

পুজো আয়োজিত হয়েছিল নেহেরু স্টেডিয়ামে, প্রদীপ জ্বেলে হয়েছিল পুজো, এছাড়া প্রদেশের বিভিন্ন মন্দির, মসজিদ ও চার্চেও লাভলীনার জন্য প্রার্থনা করা হয়৷  কারণ লাভলীনা অসমের প্রথম ক্রীড়াবিদ হিসেবে পদক জিতবেন৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

২৩ বছরের লাভলীনা অলিম্পিক্সে এখনও অবধি নিজের সহজাত খেলা ধরে রেখেই একের পর এক বাধা টপকেছেন৷ তিনি এবছরেই অনুর্ধ্ব ২৩ আন্তর্জাতিক টুর্নামেন্টে সোনা জিতেছেন৷

বাংলা খবর/ খবর/খেলা/
Tokyo Olympics 2020: ব্রোঞ্জেই খুশি হতে হবে ভারতীয়দের, বিশ্ব চ্যাম্পিয়নের কাছে লড়ে হার Lovlina Borgohain
Open in App
হোম
খবর
ফটো
লোকাল