অলিম্পিক্সে ইতিহাস তৈরি করেছিল ভারতীয় হকি দল৷ ১১ মেডেল জিতে আসে৷ ৮ টি সোনা জিতেছিল তারা৷ ১৯২৮, ১৯৩২, ১৯৩৬, ১৯৪৮, ১৯৫২, ১৯৫৬, ১৯৬৪, এবং ১৯৮০ সালে সোনা পায়৷ এছাড়া ১৯৬০ সালে রুপোর মেডেল পায় হকি দল৷ ১৯৬৮, ১৯৭২ সালে ব্রোঞ্জও পেয়েছিল টিম ইন্ডিয়া৷ কিন্তু গত ৪১ বছরে কোনও মেডেল আসেনি অলিম্পিক্স থেকে৷ ভারতীয় দল এই লম্বা মেডেল খরা এবার শেষ করতে বদ্ধপরিকর৷ টোকিও ভারত এখনও অবধি ৬ টি ম্যাচ খেলেছে এবং ৫ টি জিতেছে৷ একটি ম্যাচ তারা হেরেছে সেটা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে৷ এদিনের জয় পরপর চারটি ম্যাচ জিতল তারা৷
advertisement
এদিকে বেলজিয়ামের কথা বললে তারা এখনও অবধি হকি অলিম্পিক্সে কখনও সোনার পদক জেতেনি৷ তাঁরা দুটি মেডেল পেয়েছে, ২০১৬ তে রিও অলিম্পিক্সে রুপো পেয়েছে এবং ১৯২০ তে তারা ব্রোঞ্জ জিতেছিল৷ তবে এবারের অলিম্পিক্সে তারা একটিও ম্যাচ হারেনি বেলজিয়াম৷ ৬টি ম্যাচের ৫ টি ম্যাচ জিতেছে তারা, একটি ড্র করেছে৷ কিন্তু অলিম্পিক্স মেডেলের হিসেবে ভারতীয় হকি দল বহুগুণে এগিয়ে আছে পুরনো পরিসংখ্যানের ভিত্তিতে৷ ব্রিটেন , বেলজিয়ামের সঙ্গে ২-২ ড্র করেছিল৷ সেই ব্রিটেনকে হারিয়েই শেষ চারে জায়গা করে নিয়েছে ভারতীয় হকি দল৷
