advertisement
কিন্তু থার্ড কোয়ার্টারের একদম শেষে পেনাল্টি কর্নার থেকে গোল করে গ্রেট ব্রিটেন৷ ৫৭ মিনিটে হার্দিক সিং এক অনবদ্য গোল করেন৷ সোল রানে বিপক্ষের ডি-তে ঢুকে এক অনবদ্য গোল করে যান৷
ইতিহাস কড়া নাড়ছিল ভারতীয় পুরুষ হকি দলের (Indian men's hockey team) সামনে৷ অলিম্পিক্সে হকিতে আটবারের চ্যাম্পিয়ন শেষবার শেষ চারে পৌঁছেছিল ৪১ বছর আগে৷ রবিবার গ্রেট ব্রিটেনের (Great Britain) সঙ্গে কোয়ার্টার ফাইনালে প্রত্যাশার মান বজায় রেখে স্বপ্ন ছোঁওয়ার চ্যালেঞ্জ ছিল ভারতের সামনে৷
আটটি সোনার পদক হকিতে কার্যত এক অবিশ্বাস্য পারফরম্যান্স -কিন্তু তারপর হকিতে এসেছিল ঘন কালো অন্ধকার৷ ১৯৮০ মস্কো গেমসের (1980 Moscow Games) পর আর শেষ চারে পৌঁছনো হয়নি ভারতীয় পুরুষ হকি দলের৷
১৯৮০ -র পর শুধুই নিম্নগামী ছিল পারফরম্যান্সষ এরপর ভারতের সেরা হকি পারফরম্যান্স ছিল১৯৮৪ সালে যখন ভারতীয় পুরুষ হকি দল পঞ্চম হয়েছিল৷ সেটা ছিল লস অ্যাঞ্জেলস অলিম্পিক্স৷
২০০৮ বেজিং গেমসে ভারত হকি বিভাগের যোগ্যতা অর্জন অবধি করতে পারেনি৷ ২০১৬ -রিও অলিম্পিক গেমসে শেষ স্থানে থেকে লড়াই শেষ করেছিল তারা৷ কিন্তু দেওয়ালে পিঠ ঠেকে গেলে আর যখন পিছনোর জায়গা থাকে না, তখন সামনে এগোতেই হয়৷ এবারের টোকিও অলিম্পিক্সে ভারতের হকি দলের পারফরম্যান্স যেন সেই মন্ত্রেই দীক্ষিত ছিল৷ গত পাঁচ বছরের অনেক ঘাম -রক্ত-জল করা পারফরম্যান্সের ফসল ভারত পেয়েছে বিশ্ব হকি ক্রমতালিকায় এখন বিশ্বের তৃতীয় দল তারা৷
২ বছর আগে অস্ট্রেলিয়ান গ্রাহাম রিড দলের মধ্যে আত্মবিশ্বাস ফিরিয়ে আনেন৷ বাড়ান দলের প্লেয়ারদের মধ্যে যোগসূত্র৷ এই পদক্ষেপ গুলিই একটু একটু করে দলের আত্মবিশ্বাসকে অনেকটা বাড়িয়ে দিয়েছে৷ নিজের স্কিলও বাড়িয়েছেন দলের সদস্যরা৷ তবে চাপের বিরুদ্ধে লড়াই করার নতুন মন্ত্র পেয়েছেন তাঁরা৷
৭-১ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হার ছাড়া কোয়ার্টার ফাইনাল পর্যন্ত ভারতীয় হকি দলের পারফরম্যান্স এককথায় পারফেক্ট ছিল৷ নিজেদের গ্রুপের পাঁচটির মধ্যে চারটি ম্যাচেই জিতেছিল তারা৷ শুধু অস্ট্রেলিয়ার পিছনে থেকে তারা শেষ করেছিল নিজেদের গ্রুপ পর্ব৷
মনদীপ সিং, গুরজত সিং, সিমরনজিৎ সিংরা অলিম্পিক্সের নানা ম্যাচে খেলার বৈচিত্রে ও আক্রমণাত্মক মানসিকতায় দলকে এগিয়ে দিয়েছেন৷ গোলে অভিজ্ঞ পি শ্রীজেস দলকে আরও গভীরতা দিয়েছে৷ মাঝমাঠে মনপ্রীত সিং , নীলকান্ত শর্মাদের কথা না বললে অন্যায় হবে৷ ড্র্যাগ ফ্লিকার রুপিন্দর পাল সিং, হরমনপ্রীত সিং, অমিত রোহিদাস, বরুণ কুমাররাও অনন্য৷ এ এক অন্যরকমের ভারতীয় দল৷ যেখানে ব্যাক্তিগত নামের উর্ধ্বে দল বড় হয়ে গেছে৷