১৯৮৮ সাল থেকে অলিম্পিকে কন্ডোমের ব্যবহার শুরু হয়েছে। HIV সচেতনতা বাড়ানোর জন্যই সেই বছর অভিনব পদক্ষেপ নিয়েছিল আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। সেই ধারা আজও একই রকম ভাবে চলে আসছে। এখনও বিপুল সংখ্যক অ্যাথলিটদের জন্য অঢেল কন্ডোম রাখা হয় অলিম্পিকের গেমস ভিলেজে। এ বছরও প্রচুর সংখ্যায় কন্ডোম বিলি করা হবে অ্যাথলিটদের ৷ তবে গেমসে থাকাকালীন নয় ৷ অ্যালকোহল গেমস ভিলেজে নিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হবে ৷ তবে সবাই মিলে পার্টি করার জন্য নয় ৷ অ্যাথলিটরা যখন নিজের ঘরে একা থাকবেন, তখনই ইচ্ছে করলে অ্যালকোহল সেবন করতে পারবেন তাঁরা ৷ এমনটাই টোকিও অলিম্পিক সংগঠকদের পক্ষ থেকে জানানো হয়েছে ৷
advertisement
অলিম্পিক যত আধুনিক হয়েছে, ততই কন্ডোমের ব্যবহার বেড়েছে। টোকিও অলিম্পিকে কন্ডোম থাকলেও তার ব্যবহারে রয়েছে বিধিনিষেধ। কারণ করোনাকালে সামাজিক দূরত্ব মানতেই হবে। তাই কন্ডোম থাকলেও টোকিও অলিম্পিক্সে তা ব্যবহার করার সুযোগ থাকবে না।
