TRENDING:

Tokyo Olympics 2020: টোকিও অলিম্পিকে অ্যাথলিটদের জন্য থাকছে প্রচুর সংখ্যায় কন্ডোম! কিন্তু সেগুলি কি তাঁরা ব্যবহার করতে পারবেন?

Last Updated:

টোকিও অলিম্পিকে কন্ডোম থাকলেও তার ব্যবহারে রয়েছে বিধিনিষেধ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
টোকিও:  আগামী ২৩ জুলাই থেকে টোকিওয়ে বসছে অলিম্পিক গেমসের আসর ৷ যা চলবে ৮ অগাস্ট পর্যন্ত ৷ দুনিয়ার তাবড় তাবড় অ্যাথলিটরা অংশ নেবেন এই গেমসে ৷ কোভিডের মধ্যে অলিম্পিক আয়োজন নিয়ে অনেক কথা উঠলেও শেষপর্যন্ত গেমস এ বছর নির্ধারিত সময়েই শুরু হওয়ার কথা ঘোষণা করেছেন সংগঠকরা ৷ কারণ করোনার জন্য এমনিতেই একবছর পিছিয়ে দিতে হয়েছে টোকিও অলিম্পিক ৷ এ বছরও না হলেও আরও বিপুল অঙ্কের আর্থিক ক্ষতির মুখেই পড়তে হবে সংগঠকদের ৷
advertisement

১৯৮৮ সাল থেকে অলিম্পিকে কন্ডোমের ব্যবহার শুরু হয়েছে। HIV সচেতনতা বাড়ানোর জন্যই সেই বছর অভিনব পদক্ষেপ নিয়েছিল আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। সেই ধারা আজও একই রকম ভাবে চলে আসছে। এখনও বিপুল সংখ্যক অ্যাথলিটদের জন্য অঢেল কন্ডোম রাখা হয় অলিম্পিকের গেমস ভিলেজে। এ বছরও প্রচুর সংখ্যায় কন্ডোম বিলি করা হবে অ্যাথলিটদের ৷ তবে গেমসে থাকাকালীন নয় ৷ অ্যালকোহল গেমস ভিলেজে নিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হবে ৷ তবে সবাই মিলে পার্টি করার জন্য নয় ৷ অ্যাথলিটরা যখন নিজের ঘরে একা থাকবেন, তখনই ইচ্ছে করলে অ্যালকোহল সেবন করতে পারবেন তাঁরা ৷ এমনটাই টোকিও অলিম্পিক সংগঠকদের পক্ষ থেকে জানানো হয়েছে ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
প্লাস্টিকের টব হাউইয়ের মতো উঠলেও, ফের বাজার ধরছে মাটির টব, হচ্ছে টাকা কামাই
আরও দেখুন

অলিম্পিক যত আধুনিক হয়েছে, ততই কন্ডোমের ব্যবহার বেড়েছে।  টোকিও অলিম্পিকে কন্ডোম থাকলেও তার ব্যবহারে রয়েছে বিধিনিষেধ। কারণ করোনাকালে সামাজিক দূরত্ব মানতেই হবে। তাই কন্ডোম থাকলেও টোকিও অলিম্পিক্সে তা ব্যবহার করার সুযোগ থাকবে না।

বাংলা খবর/ খবর/খেলা/
Tokyo Olympics 2020: টোকিও অলিম্পিকে অ্যাথলিটদের জন্য থাকছে প্রচুর সংখ্যায় কন্ডোম! কিন্তু সেগুলি কি তাঁরা ব্যবহার করতে পারবেন?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল