আর্জেন্টিনা: ১
টোকিও: হকিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৭-১-এ বিধ্বস্ত হওয়ার পর যেন নতুন করে নিজেদের খেলায় ছন্দ খুঁজে পেয়েছে ভারত ৷ আগের ম্যাচে স্পেনকে উড়িয়ে দেওয়ার পর এবার আর্জেন্টিনাকেও ৩-১-এ হারাল ভারত ৷ বৃহস্পতিবার ম্যাচ জিতে কোয়ার্টার ফাইনালে প্রবেশ করল মনপ্রীত ব্রিগেড ৷ এখনও পর্যন্ত চারটি ম্যাচ খেলে ৩টি-তে জয় এবং ১টি-তে হার ৷ গ্রুপে দ্বিতীয় স্থান ধরে রাখতে সফল ভারত ৷ এদিন আর্জেন্টিনার বিরুদ্ধে ভারতের হয়ে গোলগুলি করেন বরুণ, বিবেক সাগর এবং হরমনপ্রীত ৷
advertisement
পুরুষদের হকিতে গ্রুপে-এ-তে ৪টি ম্যাচ খেলে ৪টি-তেই জিতে শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়া ৷ দ্বিতীয় স্থানে রয়েছে ভারত ৷ ৪ ম্যাচ খেলে ৩টি-তে জিতে তাদের সংগ্রহ ৯ পয়েন্ট ৷ গ্রুপে সবার তলায়, ষষ্ঠ স্থানে রয়েছে আয়োজক দেশ জাপান ৷
এদিনের খেলায় প্রথমার্ধে কোনও দলই গোল করতে পারেনি ৷ যদিও ম্যাচে আধিপত্য ছিল ভারতেরই ৷ দ্বিতীয়ার্ধে খেলা একসময়ে ১-১ ড্র চলছিল, ৫৭ মিনিটে বিবেক প্রসাদ সাগর গোল করে দলকে ২-১-এ এগিয়ে দেন। এর ২ মিনিট পর আবার গোল করে ভারত। নিজেদের ৮ নম্বর পেনাল্টি কর্নার কাজে লাগিয়ে হরমনপ্রীত সিং ৩–১ করে ভারতের জয় নিশ্চিত করেন।
