অলিম্পিকে পদক জয় যে কোনও অ্যাথলিটের কাছেই স্বপ্ন এবং দেশের জন্যও তা গর্বের ব্যাপার ৷ সেই মেডেল সেরেমনি এবার হবে একটু অন্যরকম ৷ কোনও পদকজয়ীর গলায় পদক পরিয়ে দেওয়ার জন্য কোনও ব্যক্তি থাকবেন না ৷ পোডিয়ামের সামনে একটি থালায় তিনটি পদক থাকবে ৷ অ্যাথলিটরা নিজেরাই পদক নিজের গলায় পরে নেবেন ৷ তার পরে দর্শকশূন্য স্টেডিয়ামের চারদিকে হাত নাড়াবেন ৷
advertisement
পুরো ব্যাপারটা শুনতে অদ্ভূত এবং মজার হলেও সংক্রমণ এড়াতে আর কোনও উপায় ছিল না বলেই জানিয়েছেন সংগঠকরা ৷ করোনা আবহে গেমসের আসর বসছে ৷ ব্রাজিল অলিম্পিক দলের সদস্যরা এখন যে হোটেলে রয়েছেন, সেই হোটেলের সাত জন কর্মীর করোনা ধরা পড়েছে ৷ যা ভালোমতেই আতঙ্ক ছড়িয়েছে ৷ তবে এত কিছুর মধ্যেও অলিম্পিকের আসর বসছে ৷ সব বাধা জয় করেই টোকিও অলিম্পিক সফল হবে বলেই আশা রাখছেন বিশ্বের ক্রীড়াপ্রেমীরা ৷
advertisement
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 15, 2021 7:00 AM IST
