TRENDING:

Tokyo Olympics 2020: করোনা আবহে অলিম্পিক, অ্যাথলিটদের পদক বিতরণও এবার তাই অভিনব কায়দায় !

Last Updated:

Tokyo Olympics Medal Ceremonies: অলিম্পিকে পদক জয় যে কোনও অ্যাথলিটের কাছেই স্বপ্ন এবং দেশের জন্যও তা গর্বের ব্যাপার ৷ সেই মেডেল সেরেমনি এবার হবে একটু অন্যরকম ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
টোকিও: অলিম্পিকের ইতিহাসে সবচেয়ে ব্যতিক্রমী গেমসের আসর এ বছরই হতে চলেছে ৷ কারণ অবশ্যই করোনা অতিমারী ৷ গত বছর আয়োজন করা সম্ভব হয়নি ৷ এ বছরও অনেক বাধা-বিপত্তি পেরিয়েই টোকিও অলিম্পিক শেষপর্যন্ত শুরু হতে চলেছে ৷
advertisement

অলিম্পিকে পদক জয় যে কোনও অ্যাথলিটের কাছেই স্বপ্ন এবং দেশের জন্যও তা গর্বের ব্যাপার ৷ সেই মেডেল সেরেমনি এবার হবে একটু অন্যরকম ৷ কোনও পদকজয়ীর গলায় পদক পরিয়ে দেওয়ার জন্য কোনও ব্যক্তি থাকবেন না ৷ পোডিয়ামের সামনে একটি থালায় তিনটি পদক থাকবে ৷ অ্যাথলিটরা নিজেরাই পদক নিজের গলায় পরে নেবেন ৷ তার পরে দর্শকশূন্য স্টেডিয়ামের চারদিকে হাত নাড়াবেন ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
২ ফুটের ‘জায়েন্ট রোল’ তাও মাত্র ৫০ টাকায় ! জানেন কোথায় পাবেন?
আরও দেখুন

পুরো ব্যাপারটা শুনতে অদ্ভূত এবং মজার হলেও সংক্রমণ এড়াতে আর কোনও উপায় ছিল না বলেই জানিয়েছেন সংগঠকরা ৷ করোনা আবহে গেমসের আসর বসছে ৷ ব্রাজিল অলিম্পিক দলের সদস্যরা এখন যে হোটেলে রয়েছেন, সেই হোটেলের সাত জন কর্মীর করোনা ধরা পড়েছে ৷ যা ভালোমতেই আতঙ্ক ছড়িয়েছে ৷ তবে এত কিছুর মধ্যেও অলিম্পিকের আসর বসছে ৷ সব বাধা জয় করেই টোকিও অলিম্পিক সফল হবে বলেই আশা রাখছেন বিশ্বের ক্রীড়াপ্রেমীরা ৷

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
Tokyo Olympics 2020: করোনা আবহে অলিম্পিক, অ্যাথলিটদের পদক বিতরণও এবার তাই অভিনব কায়দায় !
Open in App
হোম
খবর
ফটো
লোকাল