TRENDING:

Tokyo Olympics 2020: করোনা আবহে অলিম্পিক, অ্যাথলিটদের পদক বিতরণও এবার তাই অভিনব কায়দায় !

Last Updated:

Tokyo Olympics Medal Ceremonies: অলিম্পিকে পদক জয় যে কোনও অ্যাথলিটের কাছেই স্বপ্ন এবং দেশের জন্যও তা গর্বের ব্যাপার ৷ সেই মেডেল সেরেমনি এবার হবে একটু অন্যরকম ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
টোকিও: অলিম্পিকের ইতিহাসে সবচেয়ে ব্যতিক্রমী গেমসের আসর এ বছরই হতে চলেছে ৷ কারণ অবশ্যই করোনা অতিমারী ৷ গত বছর আয়োজন করা সম্ভব হয়নি ৷ এ বছরও অনেক বাধা-বিপত্তি পেরিয়েই টোকিও অলিম্পিক শেষপর্যন্ত শুরু হতে চলেছে ৷
advertisement

অলিম্পিকে পদক জয় যে কোনও অ্যাথলিটের কাছেই স্বপ্ন এবং দেশের জন্যও তা গর্বের ব্যাপার ৷ সেই মেডেল সেরেমনি এবার হবে একটু অন্যরকম ৷ কোনও পদকজয়ীর গলায় পদক পরিয়ে দেওয়ার জন্য কোনও ব্যক্তি থাকবেন না ৷ পোডিয়ামের সামনে একটি থালায় তিনটি পদক থাকবে ৷ অ্যাথলিটরা নিজেরাই পদক নিজের গলায় পরে নেবেন ৷ তার পরে দর্শকশূন্য স্টেডিয়ামের চারদিকে হাত নাড়াবেন ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বর্ধমানের 'এই' জমিতে আজও হয় না কোনও ফসল! বয়ে বেড়াচ্ছে কোন 'অভিশাপ'?
আরও দেখুন

পুরো ব্যাপারটা শুনতে অদ্ভূত এবং মজার হলেও সংক্রমণ এড়াতে আর কোনও উপায় ছিল না বলেই জানিয়েছেন সংগঠকরা ৷ করোনা আবহে গেমসের আসর বসছে ৷ ব্রাজিল অলিম্পিক দলের সদস্যরা এখন যে হোটেলে রয়েছেন, সেই হোটেলের সাত জন কর্মীর করোনা ধরা পড়েছে ৷ যা ভালোমতেই আতঙ্ক ছড়িয়েছে ৷ তবে এত কিছুর মধ্যেও অলিম্পিকের আসর বসছে ৷ সব বাধা জয় করেই টোকিও অলিম্পিক সফল হবে বলেই আশা রাখছেন বিশ্বের ক্রীড়াপ্রেমীরা ৷

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
Tokyo Olympics 2020: করোনা আবহে অলিম্পিক, অ্যাথলিটদের পদক বিতরণও এবার তাই অভিনব কায়দায় !
Open in App
হোম
খবর
ফটো
লোকাল