TRENDING:

Tokyo Olympics 2020: ২০০৮-র পর ১৩ বছর পার অলিম্পিক্সের মঞ্চে জাতীয় সঙ্গীত, দেখুন শিহরণ জাগানো দুই মুহূর্ত

Last Updated:

বেজিং থেকে টোকিও ১৩ বছরের ব্যবধান রবীন্দ্রনাথ ঠাকুরের জনগণ মন অধিনায়ক বেজে উঠল, চোখের জলে ভিজল ১৫০ মানুষের মন৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#টোকিও: ভারতের জন্য শনিবার ৭ অগাস্ট গৌরবের দিন৷ পাশাপাশি সেটা খুশিতে ভরা৷ পুরো দেশ অধীর আগ্রহে যে মুহূর্তের জন্য অপেক্ষা করছিল সেই মুহূর্ত এল৷ টোকিও অলিম্পিক্স (Tokyo Olympics) জ্যাভলিন থ্রোতে নীরজ চোপড়া  (Neeraj Chopra)  ইতিহাস তৈরি করলেন৷ ১০০ বছরে প্রথমবার ভারত থেকে কেউ অ্যাথলেটিক্সে (ট্র্যাক অ্যান্ড ফিল্ডে) পদক জয় করল৷ পাশাপাশি এদিনের এই মুহূর্তে আরও বিশেষ হল কারণ ১৩ বছর বাদে অলিম্পিক্সে মঞ্চে বাজল জাতীয় সঙ্গীত৷
Tokyo Olympics 2020: after 13 years national anthem played in Olympics- Photo- AP
Tokyo Olympics 2020: after 13 years national anthem played in Olympics- Photo- AP
advertisement

হরিয়ানার পানিপথের বাসিন্দা আর্মি ম্যান নীরজ চোপড়া জ্যাভলিন থ্রো (Javelin Throw)  তে সোনা জিতল৷ এটা টোকিও অলিম্পিক্সে ভারতের প্রথম ব্যক্তিগত ইভেন্টে ওভারঅল দ্বিতীয় সোনার পদক৷ এঁর আগে বেজিং এ অভিনব বিন্দ্রা  (Abhinav Bindra) ২০০৮ সালে অলিম্পিক্সে সোনা জিতে ইতিহাস তৈরি করেছিলেন৷ যা ভারতের হয়ে প্রথম ব্যক্তিগত ইভেন্টে সোনা ছিল৷

advertisement

এবার যখন ভারতীয় অ্যাথলিটরা একের পর এক পদক জিতছিলেন তখন সমস্ত দেশবাসীরা সকলেই চাইছিলেন দেড়শো কোটির দেশে সোনা আসুক৷ শনিবারের বারবেলায় নিজের অতি চমৎকার পারফরম্যান্সে দেশের মানুষের ইচ্ছা পূরণ করলেন৷

নীরজ চোপড়া অ্যাথলেটিক্সে অলিম্পিক পদক জয়ী  প্রথম খেলোয়াড় হলেন৷ নীরজ চোপড়া ফাইনালে ৮৭.৫৮  মিটার দূরে জ্যাভলিন ছুঁড়েছিলেন৷ আর তাতেই সোনা নিশ্চিত হয়ে যায় তাঁর৷ ফাইনালে কোনও অ্যাথলিট নীরজ চোপড়া (Neeraj chopra javelin thrower) কাছারাছিও ছুঁড়তে পারেননি৷ নীরজ চোপড়া একমাত্র যে ৮৭ মিটারের বেশি ছুঁড়েছিল৷ চেক প্রজাতন্ত্রের দুই খেলোয়াড় রূপো ও ব্রোঞ্জ পান৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
চা বিক্রির টাকায় তিন বছরে ৬৯ হাজার কয়েন! মেয়ের জন্য স্কুটি কিনে চমকে দিলেন বাবা
আরও দেখুন

ভারতীয় সেনায় কর্মরত নীরজ অলিম্পিক্সের শুরুতেই পদকের দাবিদার মনে করা হচ্ছিল৷ ২৩ বছরের অ্যাথলিট নিজের প্রত্যাশা পূরণে পুরোপুরি সফল৷ যোগ্যতা অর্জন পর্বে নিজের প্রথম অ্যাটেম্পটে ৮৬.৫৯ ছুঁড়েছিলেন তিনি৷ তিনি গ্রুপ থেকে শীর্ষে থেকে ফাইনালে পৌঁছেছিলেন৷ ফাইনালে প্রথমবারেই ৮৭.০৩ মিটার ছুঁড়ে প্রথম স্থান ধরে রেখেছিলেন তিনি৷ ভারত একশ বছর প্রথমবার অ্যাথলেটিক্সে অংশ নিয়েছিল আর তারপর ২০১৬ অবধি কখনও এই বিভাগে পদক পায়নি৷

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
Tokyo Olympics 2020: ২০০৮-র পর ১৩ বছর পার অলিম্পিক্সের মঞ্চে জাতীয় সঙ্গীত, দেখুন শিহরণ জাগানো দুই মুহূর্ত
Open in App
হোম
খবর
ফটো
লোকাল