হরিয়ানার পানিপথের বাসিন্দা আর্মি ম্যান নীরজ চোপড়া জ্যাভলিন থ্রো (Javelin Throw) তে সোনা জিতল৷ এটা টোকিও অলিম্পিক্সে ভারতের প্রথম ব্যক্তিগত ইভেন্টে ওভারঅল দ্বিতীয় সোনার পদক৷ এঁর আগে বেজিং এ অভিনব বিন্দ্রা (Abhinav Bindra) ২০০৮ সালে অলিম্পিক্সে সোনা জিতে ইতিহাস তৈরি করেছিলেন৷ যা ভারতের হয়ে প্রথম ব্যক্তিগত ইভেন্টে সোনা ছিল৷
advertisement
এবার যখন ভারতীয় অ্যাথলিটরা একের পর এক পদক জিতছিলেন তখন সমস্ত দেশবাসীরা সকলেই চাইছিলেন দেড়শো কোটির দেশে সোনা আসুক৷ শনিবারের বারবেলায় নিজের অতি চমৎকার পারফরম্যান্সে দেশের মানুষের ইচ্ছা পূরণ করলেন৷
নীরজ চোপড়া অ্যাথলেটিক্সে অলিম্পিক পদক জয়ী প্রথম খেলোয়াড় হলেন৷ নীরজ চোপড়া ফাইনালে ৮৭.৫৮ মিটার দূরে জ্যাভলিন ছুঁড়েছিলেন৷ আর তাতেই সোনা নিশ্চিত হয়ে যায় তাঁর৷ ফাইনালে কোনও অ্যাথলিট নীরজ চোপড়া (Neeraj chopra javelin thrower) কাছারাছিও ছুঁড়তে পারেননি৷ নীরজ চোপড়া একমাত্র যে ৮৭ মিটারের বেশি ছুঁড়েছিল৷ চেক প্রজাতন্ত্রের দুই খেলোয়াড় রূপো ও ব্রোঞ্জ পান৷
ভারতীয় সেনায় কর্মরত নীরজ অলিম্পিক্সের শুরুতেই পদকের দাবিদার মনে করা হচ্ছিল৷ ২৩ বছরের অ্যাথলিট নিজের প্রত্যাশা পূরণে পুরোপুরি সফল৷ যোগ্যতা অর্জন পর্বে নিজের প্রথম অ্যাটেম্পটে ৮৬.৫৯ ছুঁড়েছিলেন তিনি৷ তিনি গ্রুপ থেকে শীর্ষে থেকে ফাইনালে পৌঁছেছিলেন৷ ফাইনালে প্রথমবারেই ৮৭.০৩ মিটার ছুঁড়ে প্রথম স্থান ধরে রেখেছিলেন তিনি৷ ভারত একশ বছর প্রথমবার অ্যাথলেটিক্সে অংশ নিয়েছিল আর তারপর ২০১৬ অবধি কখনও এই বিভাগে পদক পায়নি৷