টোকিও অলিম্পিকে সোনা জিতে ফিরলে তামিলনাড়ুর সরকার অ্যাথলিটদের দেবে তিন কোটি টাকার আর্থিক পুরস্কার। রূপো ও ব্রোঞ্জ জিতলে যথাক্রমে দুই ও এক কোটি টাকা। ২০২০ সালে হওয়ার কথা ছিল টোকিও অলিম্পিক। তবে করোনার জেরে পিছিয়ে চলতি বছর ২৩ জুলাই থেকে ৮ অগাস্ট পর্যন্ত হবে। এদিন অ্যাথলিটদের জন্য স্পেশাল করোনা ভ্যাকসিনেশন ক্যাম্প-এর আয়োজন করেছিল তামিলনাড়ু সরকার। সেখানেই স্তালিন অ্য়াথলিটদের জন্য এই আর্থিক পুরস্কারের ঘোষণা করেন। ক্রীড়াবিদদের উতসাহ জোগাতেই এমন আর্থিক পুরস্কার বলে জানিয়েছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী।
advertisement
নেহেরু স্টেডিয়ামে দাঁড়িয়ে এদিন স্তালিন বলেছেন, টিম গেম খেলাধূলায় খুব দরকার। তামিলনাড়ুর চারটি জোনে অলিম্পিত অ্যাকাডেমির প্রতিশ্রুতি দিয়েছিলাম আমরা। সেটা পূরণ করব। ক্রীড়া দফতর স্রেফ নাম কে ওয়াস্তে থাকবে না। খেলাধূলার প্রতি আমাদের আলাদা নজর থাকবে। উল্লেখ্য, তামিলনাড়ুর সি এ ভবানী দেবী ইতিমধ্যে দেশের প্রথম ফেন্সার হিসাবে অলিম্পিকে খেলার যোগ্যতা অর্জন করেছেন। তাঁকে রাজ্য সরকার প্রস্তুতির জন্য ইতিমধ্যে পাঁচ লাখ টাকা দিয়েছে। এদিন আরও ছজন ক্রীড়াবিদকে পাঁচ লক্ষ টাকা করে দিয়েছে স্তালিনের সরকার।