TRENDING:

Tokyo Olympics 2020: লাইভ টিভিতে মুখ থেকে ‘F Bomb’ ! টোকিও অলিম্পিক্সে সোনা জয়ী অজি সাঁতারুর Viral Video

Last Updated:

টোকিও অলিম্পিক্সের (Tokyo Olympics 2020) মঞ্চে মেয়ের মুখে অশ্লীল শব্দ শুনে রেগে কাঁই সোনাজয়ী মহিলা সাঁতারুর মা৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#টোকিও: দিব্যি চলছিল ব্যাপারটা! কিন্তু এ কী, টোকিও অলিম্পিক্সে ১০০ মিটার ব্যাকস্ট্রোকে (women's Olympic 100m backstroke) সোনা জেতার পর মহিলা সাঁতারুর মুখ থেকে নিষিদ্ধ শব্দ উচ্চারিত হল! তাও আবার লাইভ টিভিতে৷ সোনা জয়ী সাঁতারু কেইলি  ম্যাককেওনসের (Kaylee McKeown) মা পরিষ্কার জানিয়েছেন এইরকম শব্দ কী করে তাঁর মেয়ে মুখে উচ্চারণ করল তা তিনি কথা বলে জানতে চাইবেন৷
Tokyo 2020: Swimmer Kaylee McKeown Dropped F-Bomb On Live TV After Olympic Gold, Video viral -Photo Courtesy- Screen grab/ Twitter
Tokyo 2020: Swimmer Kaylee McKeown Dropped F-Bomb On Live TV After Olympic Gold, Video viral -Photo Courtesy- Screen grab/ Twitter
advertisement

তাঁর এই শব্দচয়নকে এখন ‘এফ বোম’ বলছেন নেটিজেনরা৷ অস্ট্রেলিয়ান এই সাঁতারু পুলে নতুন সেনসেশন৷ মঙ্গলবার ২০ বছরের ৫৭.৪৭ সেকেন্ড নিজের সাঁতার শেষ করেন৷ তাঁর নিজের বিশ্বরেকর্ডের চেয়ে যেটা সামাণ্য কম৷ এই রেসে কানাডার কেইলি মাসে ও ৫৭.৭২ সেকেন্ডে দ্বিতীয় হন, আমেরিকার রেগান স্মিথ ৫৮.০৫ সেকেন্ডে তৃতীয় হন৷ দিন কয়েক আগেই সোনা জয়ী অ্যাথলিটের বাবা মাত্র ৫৩ বছর বয়সে ব্রেন ক্যান্সারের বিরুদ্ধে লড়াইয়ে হেরে মারা গেছেন৷

advertisement

সেই কারণেই তাঁর মধ্যে আবেগের বিস্ফোরণ একেবারে ভিতরে ভিতরে চলছিল৷ তাই অস্ট্রেলিয়ার চ্যানেল সেভেনকে জাস্ট সাঁতারের রেস জয়ের পরেই যখন সাক্ষাৎকার দিতে শুরু করেন তখন তাঁর মুখ থেকে আবেগের জেরে মুখ থেকে অশ্লীল শব্দ বার হয়৷ তিনি চ্যানেলে নিজের দেশে থাকা বড় দিদি ও মায়ের জন্য আবেগমথিত হয়ে পড়েন৷ তিনি বলেন কীভাবে কঠিন সময় কয়েকদিন আগে কাটিয়েছেন তাঁরা৷

advertisement

তবে অশ্লীল শব্দ ( F-bomb ) বলার সঙ্গে সঙ্গে মুখে হাত দিয়ে দেন চ্যাম্পিয়ন এই অজি সাঁতারু৷

এদিকে আর পাঁচজন মায়ের মতোই তাঁর মাও বলেছেন, টিভিতে এই ধরণের শব্দচয়ন, মেয়ের সঙ্গে কথা বলতে হবে৷ এদিকে ম্যাককেয়নকে যখন জানানো হয় তাঁর মা তাঁকে নিয়ে কী বলেছেন, তাতে তিনি অবশ্য বলেছেন তিনি অসুবিধায় পড়বেন এমন মনে হয় না৷

advertisement

তিনি বলেছেন, ‘‘আমি মায়ের ফেভারিট এখন যা করেছি , অন্তত একটু পছন্দের৷’’

McKeown পায়ের পাতায় একটি ট্যাটু রয়েছে যেখানে লেখা রয়েছে  "I'll always be with you"- অর্থাৎ আমি সবসময় তোমার সঙ্গে থাকব৷ এটা তাঁর বাবার সম্মানে তিনি এটি বানিয়েছেন৷ এটা তাঁর জন্য একটা ইন্সপিরেশন৷

সেরা ভিডিও

আরও দেখুন
ঘরে বসে ব্যবসা শুরু, এখন দেখার মতো অবস্থা! অন্যদের দেখাচ্ছেন অঢেল আয়ের পথ
আরও দেখুন

গত মাসে ট্রায়ালে তিনি স্মিথের বিশ্বরেকর্ড ভেঙেছিলেন৷ এবারের অলিম্পিক্সে তাঁর যোগ দেওয়া একেবারে উত্থান-পতনের কঠিন রাস্তা পেরিয়ে৷ তিনি বলেছেন, ‘‘সকলেরই নিজের নিজের কাহিনী রয়েছে তবে আমারটা সত্যি খুব শক্ত৷’’

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
Tokyo Olympics 2020: লাইভ টিভিতে মুখ থেকে ‘F Bomb’ ! টোকিও অলিম্পিক্সে সোনা জয়ী অজি সাঁতারুর Viral Video
Open in App
হোম
খবর
ফটো
লোকাল