অ্যাথলেটিক্স ফেডেরেশন অফ ইন্ডিয়া সুরত সিংয়ের মৃত্যুতে শোকপ্রকাশ করেছে। এএফআই সুরত সিংকে হল অফ ফেম অ্যাথলিট বলে উল্লেখ করেছেন। ১৯৫২ সালে হেলসিঙ্কি অলিম্পিকে ম্যারাথন দৌড়ে অংশ নিয়েছিলেন সুরত সিং মাথুর। তিনি ম্যারাথনের শেষ পর্যন্ত দৌড়েছিলেন। স্বাধীন ভারতের প্রথম অ্যাথলিট হিসাবে আন্তর্জাতিক পর্যায়ের টুর্নামেন্টে অংশ নিয়েছিলেন তিনি। ১৯৪৮ সালে ছোটা সিং স্বাধীন ভারতের প্রথম অ্যাথলিট হিসাবে লন্ডন গেমসে অংশ নিয়েছিলেন। তবে তিনি দৌড় শেষ করতে পারেননি। তাই তাঁর নাম স্বাধীন ভারতের প্রথম অ্যাথলিট হিসাবে ধরা হয় না। তবে সুরত সিং মাথুর ম্যারাথনে নেমে শেষ পর্যন্ত দৌড়েছিলেন।
advertisement
১৯৫২ সালে হেলসিঙ্কি অলিম্পিকের সময় ২২ বছর বয়সী ছিলেন সুরত সিং। তিনি দুঘণ্টা ৫৮ মিনিট ৯.২ সেকেন্ডে ম্যারাথনের দৌড় শেষ করেছিলেন। দিল্লিতে ১৯৫১ এশিয়ান গেমসে ছোটা সিং সোনা জিতেছিলেন। সুরত সিং জিতেছিলেন ব্রোঞ্জ। জাতীয় স্তরে দুটি সোনা, একটি রূপো ও ব্রোঞ্জ পদক জিতেছিলেন সুরত সিং। খেলা থেকে অবসরের পর উত্তর-পশ্চিম দিল্লির একটি গ্রামে থাকতে সুরত সিং।