ইজহানের জন্মের পর এটাই সানিয়ার প্রথম টুর্নামেন্ট ৷ অস্ট্রেলিয়ান ওপেনের আগে শুরুটা ভালোই হল হায়দরাবাদী শাটলারের ৷ এটা সানিয়ার ৪২ তম ডাব্লু টিএ ডাবলস খেতাব ৷ ২০১৭ সালের ব্রিসবেন ওপেনে শেষবার ট্রফি জিতেছিলেন ৷ তাতে সানিয়ার পার্টনার ছিলেন বেথনি মাটেক৷
advertisement
২০১৮ টা নিজের ফ্যামিলি প্ল্যানিং -র জন্য রেখেছিলেন ৷ ২০১৯ নয়া ইনিংস শুরু করেন স্বামী শোয়েব মালিকের সঙ্গে ৷ সানিয়া ও নাদিয়া শুরুতেই চাইনিজ জুটিকে ব্রেক করে দেন ৷ একটা সময় লড়াইটা ছিল কাঁটায় কাঁটায় ফল ছিল ৪-৪ ৷ ৪০ -অল হয়ে যায় ৷ তার ফলে গুরুত্বপূর্ণ ব্রেক পেয়ে যায় ও নিজেদের সার্ভ ধরে রাখে ৷
আর কোনও ট্যুইস্ট দিতে পারেনি সানিয়ার প্রতিপক্ষরা ৷ ফলে সেট জিতে যায় ৷ দ্বিতীয় গেমেও সানিয়ারই দাপট দেখান , বের করে নেন ম্যাচ ৷
দেখে নিন জয়ের পর অভিভূত সানিয়া কী বললেন...
এদিকে সানিয়ার সমর্থনে গ্যালারিতে হাজির ছিলেন সমর্থকরাও৷ সানিয়া তাঁদের সঙ্গে সেলফির আবদারও ৷
আরও দেখুন

