TRENDING:

Samir Banerjee: 'বাঙালি হিসেবে দারুণ লাগছে!' ফের কলকাতায় আসতে মুখিয়ে উইম্বেলডন জয়ী সমীর

Last Updated:

সে যে উইম্বলডন জুনিয়র বয়েজ চ্যাম্পিয়নের শিরোপা জিতেছে, তা যেন এখনও বিশ্বাস হচ্ছে না নিউ জার্সির বাসিন্দা সমীরের (Samir Banerjee)৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: আমেরিকাতেই জন্ম এবং বড় হওয়া৷ কিন্তু আদতে যে তিনি বাঙালি৷ উইম্বলডনে জুনিয়র বয়েজ (Junior Wimbledon Champion) চ্যাম্পিয়ন হওয়া সমীর বন্দ্যোপাধ্যায়ও (Samir Banerjee) নিজের কলকাতা কানেকশনকে অস্বীকার করছেন না৷ নিউজ ১৮ বাংলাকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে সমীর জানালেন, করোনা পরিস্থিতি একটু স্বাভাবিক হলেই ভারতে আসতে চান সমীর৷ এবং তখনই আসতে চান কলকাতাতেও৷
advertisement

সে যে উইম্বলডন জুনিয়র বয়েজ চ্যাম্পিয়নের শিরোপা জিতেছে, তা যেন এখনও বিশ্বাস হচ্ছে না নিউ জার্সির বাসিন্দা সমীরের৷ উইম্বলডন চ্যাম্পিয়ন হয়ে কাকা কণাদ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আজই নিউ জার্সিতে ফিরছে নতুন জুনিয়র বয়েজ চ্যাম্পিয়ন৷ ফোনে ধরা হলে তার প্রতিক্রিয়া, 'আমি খুব কম প্রত্যাশা নিয়ে খেলতে নেমেছিলাম৷ উইম্বলডনে যে চ্যাম্পিয়ন হব, সত্যিই ভাবিনি৷' সমীর জানিয়েছে, ৫-৬ বছর বয়সেই টেনিসে হাতেখড়ি হয়েছিল তার৷ এর পরই টেনিস কোর্টের সঙ্গে গড়ে ওঠে ভালবাসা৷ সমীরের কথায়, 'সবসময় খেলাটাকে উপভোগ করার চেষ্টা করেছি৷ আমি চাপ, চ্যালেঞ্জ নিতে ভালবাসি৷'

advertisement

সমীরের বাবা কুণাল বন্দ্যোপাধ্যায় আদতে অসমের ডিগবয়েপ বাসিন্দা৷ ১৯৮৯ সালে তিনি আমেরিকায় চবে যান৷ সমীরের মা ঊষা বন্দ্যোপাধ্যায় অন্ধ্রপ্রদেশের বাসিন্দা৷ আমেরিকায় বড় হলেও ১৭ বছর বয়সি সমীরের নিজের বাঙালি যোগের কথা অজানা নয়৷ বাঙালি হিসেবে নতুন কৃতিত্ব গড়ে কেমন লাগছে প্রশ্ন করায় সমীরের জবাব, 'আমি আমেরিকাতেই বড় হয়েছি৷ কিন্তু বাঙালি হিসেবেও দারুণ লাগছে৷ ২০১৫ সালে কলকাতায় গিয়ে সাউথ ক্লাবে খেলেছিলাম৷ আমার খুব ভাল লেগেছিল৷ কলকাতায় আমাদের একটি অ্যাপার্টমেন্টও আছে৷' সমীর জানিয়েছে, আগে সল্টলেকে তাঁদের আত্মীয় আছেন৷ তবে সাউথ সিটির পাশে তাদের ফ্ল্যাটে এখন আর কেউ থাকেন না বলেই জানিয়েছে সমীর৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ঘরে বসে ব্যবসা শুরু, এখন দেখার মতো অবস্থা! অন্যদের দেখাচ্ছেন অঢেল আয়ের পথ
আরও দেখুন

গত বছরই পরিবারের সঙ্গে ভারতে আসার কথা ছিল সমীরের৷ কিন্তু করোনা অতিমারির জন্য তা সম্ভব হয়নি৷ পরিস্থিতি একটু স্বাভাবিক হলেই ভারতে আসতে চায় সমীর৷ তখন কলকাতাতেও আসতে চায় উইম্বলডনের নতুন জুনিয়র বয়েজ চ্যাম্পিয়ন সমীর৷

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
Samir Banerjee: 'বাঙালি হিসেবে দারুণ লাগছে!' ফের কলকাতায় আসতে মুখিয়ে উইম্বেলডন জয়ী সমীর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল