তবে যে ক্রীড়াবিদরা ডোপিং থেকে নিজেদের মুক্ত প্রমাণ করতে পারবেন তারা নিউট্রাল ফ্ল্যাগের তলায় খেলতে পারবেন অ্যাথলিটরা ৷ ওয়াডা-র এক্সিকিউটিভ কমিটি সর্বসম্মতভাবে এই সিদ্ধান্তে সিলমোহর দিয়েছে ৷ সুইৎজারল্যান্ডে লাউসানেতে বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে ৷
২০১৯ সালের জানুয়ারিতে একটি তদন্তে উঠে আসে রাশিয়ার অ্যান্টি ডোপিং এজেন্সি ডোপ টেস্টের ফলাফল ম্যানিপুলেট করছে ৷ এই তদন্তের রিপোর্টে ওয়াডায় যায় ৷ আসলে ওয়াডা এই বিষয় নিয়ে একেবারে জিরো টলারেন্স নীতিতে বিশ্বাসী ৷
advertisement
আরও পড়ুন - #Viral: ‘ও এখন আমার বোনের সঙ্গে শুয়ে রয়েছে!’ - অধিনায়কের উত্তরে সোশ্যাল মিডিয়া উত্তাল ...
২০১৮ সালের উইন্টার অলিম্পিক্সে ১৬৮ জন অ্যাথলিট লড়াই করেছে নিউট্রাল ফ্ল্যাগের তলায় ৷ ২০১৪- সোশি গেমসেও তারা নির্বাসিত ছিল ৷ অ্যাথলেটিক্সে ২০১৫ থেকে দেশ হিসেবে লড়তে পারে না রাশিয়া ৷
আরও দেখুন