TRENDING:

Bahrain GP: সাংঘাতিক! ধাক্কা লেগে আগুন লেগে গেল গাড়িতে, অল্পের জন্য প্রাণে বাঁচলেন ফর্মুলা ওয়ান চালক

Last Updated:

৩৪ বছর বয়সি ফর্মুলা ওয়ান চালকের শুধু হাতেই চোট লেগেছে বলে জানা গিয়েছে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#বাহরিন: বিশ্বের এক নম্বর রেসিং ফর্মুলা ওয়ান ৷ জীবনের ঝুঁকি নিয়েই এফ১-এর ট্র্যাকে নামেন বিশ্বের সেরা ড্রাইভাররা ৷ বাহরিন গ্রাঁ প্রি-র রেস ডে-তে ভয়াবহ দুর্ঘটনা ঘটল ৷ অল্পের জন্য প্রাণে বাঁচলেন হাস ফর্মুলা ওয়ান দলের চালক রোমাঁ গ্রসাঁ ৷ তাঁর গাড়ি গিয়ে ধাক্কা লাগতেই মুহূর্তের মধ্যে আগুন ধরে যায় ৷ সেইসময়ে তাঁর গাড়ির গতিবেগ ছিল ২১৫ কিমি প্রতি ঘণ্টা ৷ কোনওমতে রোমাঁকে গাড়ি থেকে বের করে আনতে পারেন রেস ট্র্যাকের উদ্ধারকারীরা ৷
advertisement

ধাক্কা লাগতেই দু’-টুকরো হয়ে যায় গাড়িটি ৷ এবং আগুন ধরে যাওয়ায় মৃত্যুর মুখ থেকেই বেঁচে ফিরেছেন ফরাসি ফর্মুলা ওয়ান চালক ৷

সেরা ভিডিও

আরও দেখুন
২ ফুটের ‘জায়েন্ট রোল’ তাও মাত্র ৫০ টাকায় ! জানেন কোথায় পাবেন?
আরও দেখুন

৩৪ বছর বয়সি ফর্মুলা ওয়ান চালকের শুধু হাতেই চোট লেগেছে বলে জানা গিয়েছে ৷ তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন ৷ টিভি ক্যামেরায় দুর্ঘটনার পুরো দৃশ্যই ধরা পড়ে ৷ যা দেখে আঁতকেই উঠতে হয় ৷ ফর্মুলা ওয়ান সংস্থার (FIA) তরফে পরে জানানো হয়, রোমাঁর অবস্থা স্থিতিশীল। তাঁকে হেলিকপ্টারে এমডিএফ এমসি সেনা হাসপাতালেও নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। হাসপাতাল থেকেই রোমাঁ জানিয়েছেন, তিনি ঠিক আছেন ৷ ভয়ঙ্কর এই দুর্ঘটনায় বেঁচে যাওয়ার জন্য ফর্মুলা ওয়ানের গাড়িগুলিতে ব্যবহৃত নতুন ‘হ্যালো প্রোটেকশন বার’-এর কথাও উল্লেখ করেছেন রোমাঁ ৷ এটি থাকার জন্যই তিনি এ যাত্রায় প্রাণে বেঁচেছেন বলে জানিয়েছেন ফরাসি এফ১ ড্রাইভার ৷ এই হ্যালো সুরক্ষা ব্যবস্থায় একটি টাইটেনিয়াম বার থাকে গাড়িতে ৷ যাতে দুর্ঘটনা ঘটলে কোনও বস্তু চালকের মাথায় এসে না পড়ে ৷ এর জেরেই প্রাণে বাঁচলেন রোমাঁ ৷

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
Bahrain GP: সাংঘাতিক! ধাক্কা লেগে আগুন লেগে গেল গাড়িতে, অল্পের জন্য প্রাণে বাঁচলেন ফর্মুলা ওয়ান চালক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল