TRENDING:

Roger Federer: হাঁটুতে চোট, অলিম্পিক থেকে নাম সরিয়ে নিলেন রজার ফেডেরার

Last Updated:

Roger Federer Withdraws From Tokyo Olympics: উইম্বলডনে কোয়ার্টার ফাইনালে হেরে গিয়েছিলেন ৷ এবার অলিম্পিক থেকে সরে দাঁড়ালেন সুইস মহাতারকা ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
জুরিখ: হাঁটুর চোটের কারণে আসন্ন টোকিও অলিম্পিক থেকে নাম তুলে নিলেন রজার ফেডেরার ৷ উইম্বলডনে কোয়ার্টার ফাইনালে হেরে গিয়েছিলেন ৷ এবার অলিম্পিক থেকে সরে দাঁড়ালেন সুইস মহাতারকা ৷
advertisement

মঙ্গলবার ইনস্টাগ্রামে একটি পোস্ট করে টোকিও অলিম্পিক থেকে সরে দাঁড়ানোর কথা জানান ফেডেরার ৷ তিনি লেখেন, উইম্বলডনে ঘাসের কোর্টে খেলার সময়েই হাঁটুতে চোট লাগে তাঁর। সেই কারণেই অলিম্পিক থেকে নাম সরিয়ে নিতে তিনি বাধ্য হলেন। খুবই খারাপ লাগছে।

রজার জানান, সুইৎজারল্যান্ডের হয়ে নামতে সব সময়ই মুখিয়ে থাকি। তবে সুস্থ হওয়ার জন্য সব রকম ব্যবস্থা নিয়েছি। পরের গ্রীষ্মে যাতে ফিরে আসতে পারি। গোটা সুইৎজারল্যান্ড দলকে শুভেচ্ছা। দূরে থাকলেও আমি তোমাদের পাশে আছি।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

তবে উইম্বলডনে কোয়ার্টার ফাইনালে অত্যন্ত খারাপভাবে হারের পর ফেডেরারকে নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে, তিনি হয়তো খুব তাড়াতাড়ি অবসর ঘোষণা করতে পারেন ৷ যদিও এ নিয়ে কিছুই জানাননি রজার ফেডেরার ৷

বাংলা খবর/ খবর/খেলা/
Roger Federer: হাঁটুতে চোট, অলিম্পিক থেকে নাম সরিয়ে নিলেন রজার ফেডেরার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল