মঙ্গলবার ইনস্টাগ্রামে একটি পোস্ট করে টোকিও অলিম্পিক থেকে সরে দাঁড়ানোর কথা জানান ফেডেরার ৷ তিনি লেখেন, উইম্বলডনে ঘাসের কোর্টে খেলার সময়েই হাঁটুতে চোট লাগে তাঁর। সেই কারণেই অলিম্পিক থেকে নাম সরিয়ে নিতে তিনি বাধ্য হলেন। খুবই খারাপ লাগছে।
রজার জানান, সুইৎজারল্যান্ডের হয়ে নামতে সব সময়ই মুখিয়ে থাকি। তবে সুস্থ হওয়ার জন্য সব রকম ব্যবস্থা নিয়েছি। পরের গ্রীষ্মে যাতে ফিরে আসতে পারি। গোটা সুইৎজারল্যান্ড দলকে শুভেচ্ছা। দূরে থাকলেও আমি তোমাদের পাশে আছি।
advertisement
তবে উইম্বলডনে কোয়ার্টার ফাইনালে অত্যন্ত খারাপভাবে হারের পর ফেডেরারকে নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে, তিনি হয়তো খুব তাড়াতাড়ি অবসর ঘোষণা করতে পারেন ৷ যদিও এ নিয়ে কিছুই জানাননি রজার ফেডেরার ৷
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 14, 2021 6:49 AM IST