ফেডেরার কেরিয়ারের শেষ ল্যাপ-এ রয়েছেন। তবে জকো এখনও খেলবেন আরও বেশ কিছুদিন। আর তিনি যা ফর্মে রয়েছেন তাতে তাঁর আরো কয়েকটি গ্র্যান্ডস্ন্যাম জয়ের সম্ভাবনা প্রবল। এমন পরিস্থিতিতে ফেডেরার-নাদালকে অবলীলায় ছাপিয়ে যাওয়ার কথা সার্বিয়ান তারকার। তবে আপাতত তিনি ফেডেরারকে ছুঁয়ে ফেলেছেন। জকোর ইতিহাস লেখার দিন ফেডেরার কী বলেন তার দিকেই তাকিয়ে ছিল গোটা বিশ্ব। ফেডেরারের কি কোনও আক্ষেপ থাকবে! এটাই প্রশ্ন ছিল অনেকের মনে। তবে ফেডেরার যা বললেন তা শুনলে আপনি অবাক হতে পারেন। কেরিয়ারের ৬ নম্বর উইম্বলডন জয়ের জন্য জকোকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি। লিখেছেন, ২০ নম্বর গ্র্যান্ডস্ল্যাম জয়ের জন্য অনেক শুভেচ্ছা তোমাকে। এমন একটি সময় আমি টেনিস খেলছি যখন চ্যাম্পিয়নদের ছড়াছড়ি। এমন একটি টেনিস যুগে খেলতে পেরে আমি সত্যিই গর্বিত। অসাধারণ পারফরম্যান্স করলে তুমি। দেখার মতো।
advertisement
p style="text-align: justify;">দিন কয়েক আগেই ফরাসি ওপেন জিতেছেন নোভাক। আর এবার বললেন উইম্বলডন জিতে ফেললেন আবার। যে কোনো কোর্টে তিনি যেন অপ্রতিরোধ্য হয়ে উঠছেন। রজার জমানার প্রায় শেষ। তবে নাদাল এখনও লড়ে যাচ্ছেন। নিজেকে ফিট রাখার জন্য টোকিও অলিম্পিকে নামবেন না বলে ঠিক করেছেন স্প্যানিশ তারকা। অর্থাৎ আরও বেশ কয়েকটি গ্র্যান্ডস্লামে জোকার বনাম নাদালের লড়াই দেখা যেতে পারে। পুরুষদের মধ্যে কে সব থেকে বেশি গ্র্যান্ড স্ল্যাম জিতে কেরিয়ার শেষ করেন, এখন সেটাই দেখার।