TRENDING:

‘‘ ভারত গর্বিত দীপার জন্য’’....ট্যুইট করে দীপা কর্মকারকে শুভেচ্ছা মোদির

Last Updated:

তুরস্কে এফআইজি আর্টিস্টিক জিমন্যাস্টিক্স ওয়ার্ল্ড চ্যালেঞ্জ কাপে সোনা জিতেছেন দীপা ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: রিও অলিম্পিকের পর লিগামেন্টে মারাত্মক চোট পেয়েছিলেন ৷ তবে মনের জোর আর কঠিন অধ্যাবসায়ের জোরে ধীরে ধীরে ট্র্যাকে ফিরে আসছিলেন আগরতলার ২৪ বছরের জিমন্যাস্ট দীপা কর্মকার ৷ আর এই কঠোর অধ্যাবসাতেই মিলল সাফল্য ৷ তুরস্কে এফআইজি আর্টিস্টিক জিমন্যাস্টিক্স ওয়ার্ল্ড চ্যালেঞ্জ কাপে সোনা জিতেছেন দীপা ৷ এই সাফল্যের খবর শুনে উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও ৷ ট্যুইট করে দীপাকে শুভেচ্ছা জানাতেও ভোলেননি তিনি ৷
advertisement

মোদি জানান, ‘‘ ভারত গর্বিত দীপার জন্য ৷ তুরস্কের মার্সিনে এফআইজি ওয়ার্ল্ড চ্যালেঞ্জ কাপে ভল্টে সোনা জিতেছেন দীপা ৷ এই জয় ওর কঠিন অনুশীলন এবং হার না মানা মনোভাবেরই নিদর্শন ৷

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

অলিম্পিকের পর এই প্রথম কোনও আন্তর্জাতিক ইভেন্টে নেমেছিলেন দীপা। তুরস্কের মার্সিনে জিমন্যাস্টিক্স ওয়ার্ল্ড চ্যালেঞ্জ কাপের আসর বসেছিল। অংশ নিয়েছিলেন দীপা। সঙ্গে ছিলেন তাঁর কোচ বিশ্বেশ্বর নন্দীও। বিশ্বকাপে এটি দীপার প্রথম পদক।

বাংলা খবর/ খবর/খেলা/
‘‘ ভারত গর্বিত দীপার জন্য’’....ট্যুইট করে দীপা কর্মকারকে শুভেচ্ছা মোদির