TRENDING:

Lovlina Borgohai: হারলেও লভলিনার খেলায় উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী, ব্রোঞ্জজয়ী বক্সারকে অভিনন্দন মোদি-মমতার

Last Updated:

Modi Congratulates Lovlina: ম্যাচ হারলেও লভলিনার ভূয়সী প্রশংসা করে ট্যুইট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
টোকিও: ব্রোঞ্জ পদক জয় নিশ্চিত হওয়ার পরেই লভলিনাকে নিয়ে গোটা দেশবাসীর প্রত্যাশা অনেক বেড়ে গিয়েছিল ৷ ভারতকে  সোনা এনে দেবেন, এমনটাই ভাবা হয়েছিল ৷ কিন্তু বুধবার তুরস্কের বক্সারের বিরুদ্ধে চূড়ান্ত ব্যর্থ লভলিনা ৷ ম্যাচে কার্যত কোনও লড়াই ছাড়াই লভলিনাকে হারালেন  বুসেনাজ সুরমেনেলি ৷ ০-৫ ব্যবধানে হারেন লভলিনা ৷
advertisement

শুরু থেকেই বিশ্ব চ্যাম্পিয়ন সুরমেনেলির বিরুদ্ধে পিছিয়ে ছিলেন লভলিনা। ২৪ বছরের ভারতীয় বক্সারকে যেন ক্লান্ত দেখাচ্ছিল এদিন। তবে ম্যাচ হারলেও লভলিনার ভূয়সী প্রশংসা করে ট্যুইট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তিনি লেখেন, ‘‘ওঁর এই সাফল্যই প্রচুর ভারতীয়কে অনুপ্রাণিত করবে ৷ অভিনন্দন ব্রোঞ্জ পদক জেতার জন্য ৷ ভবিষ্যতের জন্য ওঁকে অনেক শুভেচ্ছা ৷ ’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
চিনি-গুড়ের রসে তো অনেক হল! রসগোল্লায় এবার মিলছে কাঁচা লঙ্কার ঝাল স্বাদ
আরও দেখুন

চানু, সিন্ধুর পর লভলিনার হাত ধরেই আরও একটা ব্রোঞ্জ পদক এল ভারতের ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ট্যুইটারে এদিন অভিনন্দন জানান লভলিনাকে ৷ তিনি লেখেন, ‘‘ লভলিনাকে অনেক শুভেচ্ছা অলিম্পিকে ব্রোঞ্জ পদক জেতার জন্য ৷ তোমার এই লড়াই গোটা দেশকে গর্বিত করেছে ৷ ভবিষ্যতের জন্য অনেক অনেক শুভেচ্ছা ৷’’

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
Lovlina Borgohai: হারলেও লভলিনার খেলায় উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী, ব্রোঞ্জজয়ী বক্সারকে অভিনন্দন মোদি-মমতার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল