ইভানিসেভিচ ২০১৯ সালে জকোভিচের কোচ হিসেবে কাজ শুরু করেন। ২০০৪ সালে পেশাদার টেনিস ছাড়ার পর কোচিংয়ে আসেন তিনি। ২০১৩ সাল থেকে শুরু করে টানা তিনবছর মারিও চিলিচের সঙ্গে কাজ করেছেন।২০০১ সালে ওয়াইল্ড কার্ড নিয়ে উইম্বলডনে অংশ নিয়ে গ্র্যান্ড স্ল্যাম জয় করেন ইভানিসেভিচ।
তিনদিন আগে করোনা আক্রান্ত হন বিশ্বের এক নম্বর টেনিস তারকা নোভাক জকোভিচ। করোনা পজিটিভ হন জকোভিচের স্ত্রী জেলেনাও। ট্যুইট করে সে খবর নিজেই জানিয়েছিলেন জকোভিচ। দিন কয়েক আগে বুলগেরিয়ার টেনিস তারকা গ্রিগর দিমিত্রভের করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসার পর তোলপাড় হয়েছিল বিশ্ব টেনিস মহলে ৷ কারণ অভিযোগের তির ছিল জকোভিচের দিকেই ৷ কারণ তাঁর আমন্ত্রণে দিমিত্রভ-সহ যারাই আদ্রিয়া প্রদর্শনী টুর্নামেন্ট খেলতে গিয়েছিলেন, তাঁদের মধ্যে অনেকেই করোনা আক্রান্ত হন ৷
advertisement
করোনা আবহে এ রকম টুর্নামেন্ট আয়োজনের দরকার কী ছিল, সেই প্রশ্নই উঠেছে সর্বত্র। জকোভিচ নিজেও ভুল বুঝতে পারছেন। ট্যুইট করে তিনি জানিয়েছেন, "যারা আক্রান্ত হয়েছেন, তাদের কাছে সত্যিই আমি ক্ষমা চাইছি। আশা করছি কারও শারীরিক অবস্থা বেশি খারাপ হবে না এবং সবাই ভালো হয়ে উঠবেন।"জকোভিচ করোনায় আক্রান্ত হওয়ার পর অদ্রিয়া ট্যুরের সব ইভেন্ট বাতিল করা হয়েছে। এর মধ্যে নতুন করে আশঙ্কা তৈরি হয়েছে ইউএস ওপেন আয়োজন নিয়ে। সমস্ত স্বাস্থ্যবিধি মেনে ফাঁকা গ্যালারিতে ৩১ অগাস্ট থেকে ১৩ সেপ্টেম্বর এই টুর্নামেন্টে হওয়ার কথা।
ERON ROY BURMAN
