advertisement
নীরজের এমন মন্তব্যের পরই ভারত-পাকিস্তান ইস্যু খাঁড়া হয়ে যায়। অনেকেই বলতে শুরু করেন, পাকিস্তানের জ্যাভেলিন থ্রোয়ার আরশাদ চেয়েছিলেন নীরজের জ্যাভেলিন লুকিয়ে রেখে তাঁকে বাধা দিতে। তবে সেসব বিতর্ক এক মিনিটে উড়িয়ে দিলেন নীরজ নিজেই। তিনি এদিন একটি ভিডিও বার্তায় বলেছেন, ''সম্প্রতি একটি বিষয় নিয়ে চারপাশে হইচই হচ্ছে। কিছুদিন আগে দেওয়া একটি সাক্ষাৎকারে আমি বলেছিলাম, টোকিও অলিম্পিক্সের ফাইনালের দিন প্রথম থ্রোয়ের আগে আমি পাকিস্তানের আরশাদ নাদিমের হাত থেকে জ্যাভেলিন নিয়েছিলাম। ও আমার জ্যাভেলিন নিয়ে ঘুরছিল, এটা বলেছিলাম। আমার সেই মন্তব্য নিয়ে অকারণে বিতর্ক তৈরি করা হচ্ছে। একটা সাধারণ ব্যাপার এত বড় করার কোনও কারণ নেই। কমেন্ট করার আগে খেলার নিয়ম জানতে হয়। খেলা শুরুর আগে ব্যক্তিগত জ্যাভেলিন অ্যাথলিটদের একটি জায়গায় রাখতে হয়। যে কোনও থ্রোয়ার সেগুলি ব্যবহার করতে পারেন। এটা হল নিয়ম। আমার জ্যাভেলিন নিয়ে নিজের থ্রোয়ের জন্য প্রস্তুত হচ্ছিল আরশাদ। আমি থ্রোয়েরক আগে ওটা চেয়ে নিই। আমায় ব্যবহার করে নিজেদের জঘন্য মানসিকতা প্রকাশ করবেন না। খেলাধুলো আমাদের সবাইকে একজোট হয়ে চলতে শেখায়। সব জ্যাভেলিন থ্রোয়ারদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। আপনারা এমন কিছু করবেন না যাতে আমাদের সম্পর্ক নষ্ট হয়ে যায়।''