একটি সর্বভারতীয় চ্যানেলে সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন গার্লফ্রেন্ড নেই তাঁর। এখন ভাবতেও চান না। আগামী তিন বছর ফোকাস একচুল নাড়াতে চান না। অনেক কষ্ট করে এই জায়গায় উঠে এসেছেন বলেই হয়তো মূল্য বুঝতে পারেন। গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ে দিতে নারাজ দেশের সবচেয়ে এলিজেবল ব্যাচেলর। ভবিষ্যতের কথা পরে ভাববেন স্পষ্ট জানিয়ে দিয়েছেন।
advertisement
ভারতের সোনার ছেলে। সুদর্শন তো বটেই। উচ্চতা, লম্বা চুল এবং পেশীবহুল বাহু। বলিউডের অনেক নায়কের থেকে হ্যান্ডসাম তিনি। তাঁকে পছন্দ করেন এমন তালিকা ক্যাটরিনা কাইফ থেকে শুরু করে আরো কয়েকজন নায়িকা আছেন। অভিনয় নামার প্রস্তাব আগেই পেয়েছিলেন। কিন্তু নাকচ করে দেন। তার ফল সকলের চোখের সামনে। ভারতের অলিম্পিক ইতিহাসে নতুন সূর্যোদয় ঘটিয়েছেন তিনি।
দেশে ফিরে মায়ের হাতের চুরমা এবং গোলগাপ্পা খাবেন বলে মুখিয়ে ছিলেন। কথা উঠছে তাঁকে নিয়ে বলিউডে বায়োপিক করার। দাবিটা এমন কিছু অযৌক্তিক বলা যাবে না। কিন্তু নীরজ এখনই এসব নিয়ে ভাবতে চান না। পরিষ্কার জানিয়ে দিয়েছেন এই মুহূর্তে নিজের ক্যারিয়ার ছাড়া অন্যদিকে মন দেবেন না। দেশের হয়ে আরও পদক জিততে চান। আরো সম্মান নিয়ে আসতে চান।
পরের বছর এশিয়ান গেমস এবং কমনওয়েলথ গেমসে স্বর্ণপদক জেতা প্রাথমিক লক্ষ্য। নিজের জ্যাভলিন ছোঁড়ার দূরত্ব বাড়িয়ে ৯০ মিটার করতে চান। তারপর প্রস্তুতি নেবেন প্যারিসের জন্য। বায়োপিক যখন অবসর নেবেন তখন ভাববেন। মজা করে জানিয়েছেন বায়োপিক করার মত আরো বেশি পদক জিতে সিনেমার মশলা বাড়াতে চান। বায়োপিক করার অনেক সময় পাওয়া যাবে।
কিন্তু এখন অন্যদিকে মন দেওয়ার কোন ভাবনা নেই। যে জিনিসের জন্য তার পরিচয়, সেটাই তার ধ্যানজ্ঞান। প্রেম করবেন কিনা সে ব্যাপারে মুখ খুলতে রাজি নন। মহিলা ভক্তদের জন্য কিছুটা দুঃখের খবর তো বটেই।